#ubnews #ubwire #nationalnews #newsupdate

পাক অধিকৃত কাশ্মীরে (POK) লস্কর-ই-তৈবার এক শীর্ষ কমান্ডারের সক্রিয় উপস্থিতি ঘিরে বাড়ছে উদ্বেগ। গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী, লস্করের প্রভাবশালী নেতা নসর জাভেদ সম্প্রতি POK-এর একাধিক সীমান্তবর্তী এলাকায় সফর করেছেন। মূলত স্থানীয় যুবকদের জঙ্গি সংগঠনে টানার উদ্দেশ্যেই এই সফর বলে মনে করা হচ্ছে।