ওসমান হাদির মৃত্যুর পর থেকেই অশান্ত বাংলাদেশ। গত কয়েক দিনে ঢাকা-সহ বিভিন্ন এলাকায় প্রকাশ্যে ভারতবিরোধী স্লোগান, হিংসা ও ভাঙচুরের ঘটনা সামনে এসেছে। চরমপন্থী গোষ্ঠীর তরফে কখনও সীমান্তে হামলার হুমকিও শোনা যাচ্ছে। এই পরিস্থিতিতে চট্টগ্রামের ভিসা আবেদন কেন্দ্র থেকে ভারত সাময়িকভাবে ভিসা পরিষেবা বন্ধ করে দেয়। পাল্টা প্রতিক্রিয়ায় বাংলাদেশও সাময়িকভাবে কনস্যুলার ও ভিসা পরিষেবা স্থগিত করেছে। সব মিলিয়ে দুই দেশের সম্পর্ক বর্তমানে তীব্র উত্তেজনার মধ্যে দিয়ে যাচ্ছে।
এই আবহে প্রথমবার প্রকাশ্যে প্রতিক্রিয়া জানাল রাশিয়া। ভারত-বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান টানাপোড়েন নিয়ে উদ্বেগ প্রকাশ করে মস্কো জানিয়েছে, যত দ্রুত সম্ভব দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি হওয়াই দুই দেশের জন্য মঙ্গলজনক।
বাংলাদেশে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার জি. খোজিন ঢাকায় এক সাংবাদিক বৈঠকে বলেন, আসন্ন নির্বাচনের আগে বাংলাদেশে একটি স্থিতিশীল ও অনুকূল পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। সেই কারণেই ভারতের সঙ্গে উত্তেজনা কমানো গুরুত্বপূর্ণ। তাঁর কথায়, যত দ্রুত এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে, ততই ভালো।
তবে একই সঙ্গে খোজিন স্পষ্ট করে দেন, রাশিয়া ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে হস্তক্ষেপ করতে চায় না। তাঁর মতে, বর্তমানে সবচেয়ে প্রয়োজন উত্তেজনা আর না বাড়ানো এবং পারস্পরিক বিশ্বাস ও আস্থার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া।
উল্লেখ্য, ভারত–বাংলাদেশ সম্পর্কের ইতিহাস দীর্ঘ। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভারতের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন নয়াদিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ ছিল, বিশেষ করে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে। তবে গত বছরের জুলাই–অগাস্টে ছাত্র আন্দোলনের জেরে সরকারের পতন ঘটে এবং শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। এরপর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসে।
এই সরকারের সময়েই সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের অভিযোগ উঠতে শুরু করে। সাম্প্রতিক অশান্তির সূত্রপাত ১২ ডিসেম্বর, যেদিন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করা হয়। পরে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই দেশজুড়ে হিংসা ছড়ায়। একাধিক সংবাদমাধ্যমের অফিসে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং ভারতীয় কূটনৈতিক স্থাপনাকে লক্ষ্য করে হামলার ঘটনাও ঘটে।
এই সব ঘটনার জেরেই দ্রুত অবনতি ঘটে ভারত-বাংলাদেশ সম্পর্কের, যা এখন দুই দেশের ইতিহাসে অন্যতম উত্তেজনাপূর্ণ অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।
- Log in to post comments