হাওড়ার জয়পুর এলাকার একটি গ্রামে গভীর রাতে ঘটে গেল হৃদয়বিদারক দুর্ঘটনা। শীতের রাতে ঘুমের মধ্যেই একটি বাড়িতে আচমকা আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ায় বাইরে বেরোনোর কোনও পথ পাননি একই পরিবারের চার সদস্য। আগুনে ঝলসে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের।
স্থানীয়দের সূত্রে জানা যায়, রাত সাড়ে ১২টা নাগাদ বাড়ি থেকে চিৎকার শোনা গেলে প্রতিবেশীরা ছুটে আসেন। দেখা যায়, বাড়িটি দাউ দাউ করে জ্বলছে এবং ভেতরে আটকে রয়েছেন পরিবারের সদস্যরা। প্রতিবেশীরা জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন ও দমকলকে খবর দেন। দমকল ঘটনাস্থলে পৌঁছে প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, তবে ততক্ষণে চারজনের প্রাণ চলে যায়।
প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
একই পরিবারের চারজনের এমন মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকা শোকস্তব্ধ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় জনপ্রতিনিধিরাও।
- Log in to post comments