মাঝ আকাশে বিপত্তি! তৎপর পাইলটের সিদ্ধান্তে বড় দু*র্ঘটনা এড়াল এয়ার ইন্ডিয়ার বিমান

তৎপর পাইলটের সিদ্ধান্তে বড় দু*র্ঘটনা এড়াল এয়ার ইন্ডিয়ার বিমান

দিল্লি থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে মাঝ আকাশে হঠাৎই দেখা দেয় যান্ত্রিক সমস্যা। ২২ ডিসেম্বর ভোর ৩টা ২০ মিনিটে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ান শুরু করে Boeing 777-337 ER (AI887)। টেকঅফের কিছুক্ষণের মধ্যেই পাইলট লক্ষ্য করেন, বিমানের ডানদিকের ২ নম্বর ইঞ্জিনে তেলের চাপ অস্বাভাবিকভাবে কমছে। কিছুক্ষণের মধ্যেই সেই তেলের প্রেশার নেমে যায় একেবারে শূন্যে।

পরিস্থিতির গুরুত্ব বুঝে পাইলটরা সঙ্গে সঙ্গে স্ট্যান্ডার্ড এমার্জেন্সি প্রোটোকল অনুসরণ করেন এবং বিমানটিকে নিরাপদে দিল্লি বিমানবন্দরে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন। দ্রুত পদক্ষেপ নেওয়ার ফলেই এড়ানো যায় সম্ভাব্য বড়সড় দুর্ঘটনা।

সূত্রের খবর, বিমানটি সম্পূর্ণ নিরাপদে অবতরণ করেছে। বিমানে থাকা সব যাত্রী ও ক্রু সদস্যরা সুস্থ রয়েছেন, কারও কোনও আঘাত লাগেনি। বিমান চলাচলের ক্ষেত্রে ইঞ্জিনে তেলের চাপ কমে যাওয়া একটি গুরুতর সমস্যা, কারণ এই তেলের মাধ্যমেই ইঞ্জিন ঠান্ডা থাকে ও স্বাভাবিকভাবে কাজ করে। তেলের অভাবে ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে আগুন লাগা বা ইঞ্জিন ফেল করার আশঙ্কাও থাকে।

এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, মাঝ আকাশেই সমস্যাটি ধরা পড়ে এবং পরিস্থিতি বিবেচনা করেই বিমানটি ফিরিয়ে আনা হয়। সংস্থার মুখপাত্র বলেন,
“২২ ডিসেম্বর দিল্লি থেকে মুম্বইগামী AI887 বিমানের ক্রুরা টেকঅফের কিছুক্ষণের মধ্যেই প্রযুক্তিগত সমস্যার কারণে বিমানটি ফিরিয়ে আনেন। যাত্রী ও ক্রু সকলেই নিরাপদে অবতরণ করেছেন।”

বর্তমানে বিমানটির পূর্ণাঙ্গ কারিগরি পরীক্ষা চলছে। সব ধরনের নিরাপত্তা ছাড়পত্র পাওয়ার পরই বিমানটি আবার উড়বে। এদিকে, যাত্রীদের গন্তব্যে পৌঁছনোর বিকল্প ব্যবস্থা করা হয়েছে এবং দিল্লি বিমানবন্দরের কর্মীরা তাঁদের সবরকম সহায়তা করছেন।

এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, যাত্রীদের এই অসুবিধার জন্য তারা দুঃখিত, তবে যাত্রী ও কর্মীদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

Category