বিশ্বকাপ ‘বয়কট’ বিতর্কে ফের বিদ্রুপের মুখে পাকিস্তান, ট্রোল করল উগান্ডাও

বিশ্বকাপ ‘বয়কট’ বিতর্কে ফের বিদ্রুপের মুখে পাকিস্তান, ট্রোল করল উগান্ডাও

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি করায় আন্তর্জাতিক ক্রিকেটে ক্রমেই সমালোচনা ও বিদ্রুপের শিকার হচ্ছে পাকিস্তান। এখনও পর্যন্ত টুর্নামেন্টে খেলার বিষয়ে স্পষ্ট অবস্থান জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই পরিস্থিতিতে আইসিসি-র একাধিক অ্যাসোসিয়েট দেশ সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানকে কটাক্ষ করতে শুরু করেছে। আইসল্যান্ডের পর এবার সেই তালিকায় যোগ দিল উগান্ডাও।

সোশ্যাল মিডিয়ায় উগান্ডা ক্রিকেটের এক পোস্টে ব্যঙ্গাত্মক সুরে জানানো হয়, পাকিস্তান অংশ না নিলে তারা বিশ্বকাপে খেলতে সম্পূর্ণ প্রস্তুত। পোস্টে বলা হয়, “যদি বিশ্বকাপে কোনও শূন্যস্থান তৈরি হয়, উগান্ডা তৈরি প্যাকড, প্যাডেড এবং পাসপোর্ট হাতে। কোনও ফ্লাইট ইউ-টার্ন নেবে না। গরম, চাপ বা গ্যালারির শব্দ কিছুই আমাদের থামাতে পারবে না।”

তবে এই ট্রোলিংয়ের মাঝেই ইঙ্গিত মিলছে যে শেষ পর্যন্ত পাকিস্তান বিশ্বকাপে খেলতে প্রস্তুত। বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পিসিবি প্রয়োজনীয় প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে। ভারতের বিরুদ্ধে ম্যাচসহ পাকিস্তানের নির্ধারিত সব ম্যাচ শ্রীলঙ্কার নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের পরিকল্পনাও রয়েছে। পিসিবি সূত্রের দাবি, আইসিসি ও সদস্য দেশগুলির সঙ্গে সম্পর্ক খারাপ করার ঝুঁকি নিতে চায় না বোর্ড।

উল্লেখ্য, পূর্বনির্ধারিত ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী ভারত-পাকিস্তান ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতেই হওয়ার কথা। ফলে পুরো টুর্নামেন্ট বা ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার মতো অবস্থান নেওয়ার বাস্তব ভিত্তি নেই পাকিস্তানের সামনে।

এর আগে আইসল্যান্ড ক্রিকেটও মজার ছলে জানিয়েছিল, সময়মতো জানানো হলে তারা পাকিস্তানের জায়গায় বিশ্বকাপে খেলতে রাজি। সেই পোস্ট ব্যাপক সাড়া ফেলে। যদিও পরে আইসল্যান্ড ক্রিকেট পেশাদার দায়বদ্ধতার কথা বলে মন্তব্য প্রত্যাহার করে নেয় এবং বিষয়টি নিয়ে হালকা সমালোচনাও করে।

পাকিস্তানের বিশ্বকাপ বয়কট জল্পনা শুরু হয় বাংলাদেশ সংক্রান্ত নিরাপত্তা বিতর্কের পর। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ভারতে নির্ধারিত ম্যাচগুলি শ্রীলঙ্কায় সরানোর দাবি জানালেও আইসিসি তা মানেনি। পরবর্তীতে বাংলাদেশ টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালে গুঞ্জন ছড়ায়, পাকিস্তানও একই পথে হাঁটতে পারে। তবে বর্তমান পরিস্থিতিতে সেই সম্ভাবনা ক্ষীণ বলেই মনে করছেন ক্রিকেট মহলের একাংশ।

Category