লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে চরম অরাজকতার পর বড় পদক্ষেপ নিল রাজ্য পুলিশ। মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তিনি জানান, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং যাঁরা দায়ী, তাঁদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়ার বিষয়েও স্পষ্ট বার্তা দেন তিনি।
- Today is: