ভোটের আগে অসমে SIR প্রসঙ্গে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যকে ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। সম্প্রতি এক সভায় তিনি ভোটার তালিকা সংশোধনের পর বহু বাংলাভাষী মুসলিম ভোটারের নাম বাদ পড়তে পারে বলে ইঙ্গিত দেন। সেই সঙ্গে করা কিছু মন্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হলে শুরু হয় তীব্র বিতর্ক।
বিরোধীদের অভিযোগ, এই বক্তব্যের মাধ্যমে একটি নির্দিষ্ট সম্প্রদায় এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের লক্ষ্য করা হয়েছে। AIUDF প্রধান বদরুদ্দিন আজমল বলেন, মুসলিম সমাজ ভীত নয় এবং এর রাজনৈতিক জবাব আসন্ন নির্বাচনে পাওয়া যাবে। কংগ্রেস নেতা জেহেরুল ইসলামও এই মন্তব্যকে গরিব মানুষের প্রতি অবিচারকে স্বাভাবিক করার চেষ্টা বলে দাবি করেন।
এই বিতর্কের মধ্যেই কংগ্রেস বিধায়ক শেরম্যান আলি আহমেদ ভিন্ন সুরে বলেন, সমাজের উন্নতির জন্য শিক্ষা ও বিজ্ঞানচর্চার উপর জোর দেওয়া জরুরি। তাঁর মতে, দীর্ঘমেয়াদে উন্নয়নই সম্মান ও নিরাপত্তার পথ খুলে দেবে। অন্যদিকে AIUDF বিধায়ক রফিকুল ইসলাম SIR প্রক্রিয়ায় মুসলিমদের নিশানা করা হচ্ছে বলে অভিযোগ তোলেন।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা অবশ্য নিজের অবস্থান বজায় রেখে বলেন, ভোটার তালিকা সংশোধন আইন মেনেই হবে। তিনি সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের উল্লেখ করে রাজ্যের জনসংখ্যাগত পরিবর্তন এবং অবৈধ অনুপ্রবেশকে অসমের নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ বলে পুনরায় তুলে ধরেন।
- Log in to post comments