দিল্লি পুলিশের SWAT কমান্ডো কাজল হত্যাকাণ্ডে সামনে এল শিউরে ওঠা নতুন তথ্য। অভিযোগ, চার মাসের অন্তঃসত্ত্বা কাজলকে মারধর করার সময় তাঁর স্বামী অঙ্কুর ফোন করে শ্যালককে সেই কথোপকথন রেকর্ড করতে বলেছিল। কাজলের ভাই নিখিলের দাবি, ফোনে অঙ্কুর হুমকি দিয়ে বলে এই কলটাই প্রমাণ হবে, পুলিশ তার কিছুই করতে পারবে না।
২২ জানুয়ারির রাতে কাজলের চিৎকার শোনা যায় সেই ফোনকলে। কিছুক্ষণ পর আবার ফোন করে জানানো হয়, কাজল আর বেঁচে নেই। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলেও কয়েকদিন চিকিৎসার পর ২৭ জানুয়ারি মৃত্যু হয় ২৭ বছরের এই কমান্ডোর।
পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে পণের দাবিতে নির্যাতনের জেরেই এই নৃশংস হত্যাকাণ্ড। ফরেনসিক তদন্তে বাড়ির দরজা ও একটি ডাম্বেলে রক্তের দাগ মিলেছে। দিল্লি পুলিশ অঙ্কুরের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে তাঁকে গ্রেফতার করেছে।
- Log in to post comments