রাষ্ট্রপতির প্রজাতন্ত্র দিবস যাত্রায় ব্যবহৃত ঐতিহ্যবাহী ঘোড়ায় টানা গাড়িটি যাকে ‘বাগ্গি’ বলা হয় শুধু শৌখিন বাহন নয়, এর সঙ্গে জড়িয়ে আছে এক অভিনব ঐতিহাসিক অধ্যায়। ৭৭তম প্রজাতন্ত্র দিবসে এই বাগ্গিতেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবন থেকে কর্তব্যপথে পৌঁছন, সঙ্গে ছিলেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লায়েন।
কালো রঙের এই বাগ্গিটি ছয়টি সুসজ্জিত ঘোড়ায় টানা হয়। গাড়ির গায়ে অশোক চক্রের প্রতীক এবং ভেতরে রয়েছে ভেলভেট মোড়া আসন। ব্রিটিশ শাসনামলে ভারতে নিযুক্ত ভাইসরয়েরা এই বাগ্গি ব্যবহার করতেন, বিশেষ করে রাইসিনা হিলস এলাকার আনুষ্ঠানিক যাতায়াতে।

দেশভাগের সময় এই বাগ্গির মালিকানা নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে বিতর্ক তৈরি হয়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়, টসের মাধ্যমে যার ভাগ্যে পড়বে, সেই দেশই বাগ্গির অধিকার পাবে। ভারতের পক্ষে কর্নেল ঠাকুর গোবিন্দ সিং এবং পাকিস্তানের পক্ষে শাহবজাদা ইয়াকুব খান টসে অংশ নেন। টসে ভারত জয়ী হওয়ায় ঐতিহ্যবাহী বাগ্গিটি ভারতের সম্পত্তি হিসেবে থেকে যায়।
নিরাপত্তাজনিত কারণে দীর্ঘ কয়েক দশক এই বাগ্গির ব্যবহার বন্ধ ছিল এবং রাষ্ট্রপতির যাতায়াতে ব্যবহার করা হতো আধুনিক বুলেটপ্রুফ গাড়ি। তবে ঐতিহ্য ফিরিয়ে আনার উদ্যোগে ৭৫তম প্রজাতন্ত্র দিবস থেকে ফের এই বাগ্গি ব্যবহার শুরু হয়। সেই বছর রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। পরবর্তী বছরগুলিতেও এই ঐতিহ্য বজায় রাখা হয়েছে।
বর্তমানে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে রাষ্ট্রপতির বাগ্গি যাত্রা কেবল একটি আনুষ্ঠানিক দৃশ্য নয়, বরং তা ভারতের ইতিহাস, ঐতিহ্য এবং কূটনৈতিক স্মৃতির এক জীবন্ত প্রতীক হিসেবে উঠে আসছে।
- Log in to post comments