মধ্যপ্রদেশের ইন্দোরে পুনরায় পানীয় জল সংক্রান্ত সমস্যা দেখা দিয়েছে। বৃহস্পতিবার রাত থেকে ইন্দোরের মৌয়ে পট্টি বাজার এবং চান্দের মার্গ এলাকায় একাধিক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় সূত্রে জানা গেছে, কমপক্ষে ২২ জন অসুস্থ হয়েছেন। তাদের মধ্যে নয় জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকি ১৩ জন বাড়িতেই চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন।
প্রাথমিক অভিযোগ অনুযায়ী, অসুস্থ হওয়ার মূল কারণ দূষিত পানীয় জল। এই জলবাহিত সমস্যার কারণে স্থানীয়রা জ্বরে, পেটে ব্যথা ও বমি ভাবের মতো উপসর্গে ভুগছেন। রাতেই হাসপাতালে অসুস্থদের দেখা করতে গিয়েছিলেন ইন্দোরের জেলাশাসক শিবম ভার্মা। হাসপাতালের সিভিল সার্জনের সঙ্গে কথা বলে তিনি অসুস্থদের অবস্থা ও পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ করেন।

শুক্রবার সকালে স্বাস্থ্য দপ্তরের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিস্থিতির ওপর নজর রাখছেন। একই সঙ্গে স্থানীয় প্রশাসনের একটি টিম এলাকাজুড়ে পানি পরীক্ষা চালাচ্ছে। মৌয়ে ক্যানটনমেন্ট বোর্ডও জলের মান খতিয়ে দেখছে, যাতে দূষণের উৎস শনাক্ত করা যায়।
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, পানীয় জল সরবরাহে প্রশাসনের আরও বেশি সতর্ক থাকা উচিত ছিল। তবে প্রশাসন জানিয়েছে, অসুস্থদের শারীরিক অবস্থা স্থিতিশীল এবং এক-দু’দিনের মধ্যে তারা হাসপাতাল থেকে ছাড়পত্র পাবেন।
উল্লেখযোগ্য, মাত্র কয়েক দিন আগে মধ্যপ্রদেশের ভাগীরথপুরায় দূষিত পানীয় জল খেয়ে কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছিল। ওই ঘটনার প্রভাব এখনও কাটেনি। গত ১৫ জানুয়ারি মধ্যপ্রদেশ সরকার হাইকোর্টে একটি স্ট্যাটার রিপোর্ট জমা দেয়, যেখানে দাবি করা হয়, সেই ঘটনায় সাত জনের মৃত্যু হয়েছে।

মধ্যপ্রদেশে পানি সংক্রান্ত এই ঘটনা স্থানীয় জনসাধারণের মধ্যে নিরাপত্তা ও স্বাস্থ্য নিয়ে উদ্বেগকে আরও বাড়িয়ে তুলেছে।
- Log in to post comments