বর্তমানে চলমান SIR হিয়ারিং নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। অনেক ভোটার, এমনকি বিশিষ্ট নাগরিকরা শুনানিতে উপস্থিত হওয়ার নোটিস পেয়েছেন। এই প্রসঙ্গে প্রশ্ন উঠেছে, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড কি বৈধ নথি হিসেবে মানা হবে?
নির্বাচন কমিশন বৃহস্পতিবার এক বিবৃতিতে স্পষ্ট জানিয়েছে, SIR হিয়ারিংয়ে মাধ্যমিক অ্যাডমিট কার্ড বৈধ নথি হিসেবে গ্রহণযোগ্য নয়।
অনেকে বৈধ নথি না থাকার কারণে হিয়ারিংয়ে সমস্যায় পড়ছেন। বিশেষ করে যারা ২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই, তাদের জন্য SIR এনুমারেশন ফর্ম সঠিকভাবে পূরণ করা যায়নি।
কমিশন শুরুতেই HARING-এ প্রদর্শনের জন্য ১৩টি নথি নির্দিষ্ট করেছিল। এদের মধ্যে যেকোনো একটি নথি হাতে থাকলেই চলবে, আধার কার্ড বাদে।
বৈধ নথির তালিকা (SIR হিয়ারিংয়ে প্রদর্শনের জন্য):
- ১৯৮৭ সালের আগের ব্যাঙ্ক, পোস্ট অফিস বা LIC-এর নথি
- সরকারি চাকরির আইডি কার্ড
- জন্ম সনদ (Birth Certificate
- পাসপোর্ট
- মাধ্যমিক বা উচ্চতর শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
- ফরেস্ট রাইট সার্টিফিকেট
- SC, ST, OBC সার্টিফিকেট
- স্থানীয় প্রশাসনের বাসস্থানের সার্টিফিকেট
- NRC-এর সার্টিফিকেট
- পারিবারিক রেজিস্টার
- জমি বা বাড়ির দলিল
নির্বাচন কমিশন জানিয়েছে, SIR হিয়ারিংয়ে শুধুমাত্র এই বৈধ নথিগুলোই গ্রহণযোগ্য, তাই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এই তালিকায় অন্তর্ভুক্ত নয়।
- Log in to post comments