I-PAC ইস্যুতে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে শুনানির আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) একটি বড় পদক্ষেপ নিল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি পশ্চিমবঙ্গের DGP রাজীব কুমারের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন এবং সাসপেনশন কার্যকর করার জন্য দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে।
আবেদনে ED জানিয়েছে, I-PAC অফিসে তল্লাশি অভিযান চলাকালীন রাজীব কুমারের ভূমিকা যাচাই করা অত্যন্ত জরুরি। ED দাবি করেছে যে, রাজীব কুমারের কর্মকাণ্ডের উপর সমালোচনার প্রেক্ষাপটে, তাকে সরাসরি শাস্তিমূলক পদক্ষেপের আওতায় আনা প্রয়োজন।
এছাড়াও আবেদনটিতে অতীতের ঘটনা তুলে ধরা হয়েছে। ED উল্লেখ করেছে, কলকাতা পুলিশ কমিশনার হিসেবে থাকাকালীন রাজীব কুমারের বিরুদ্ধে CBI প্রক্রিয়া চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পক্ষে ধর্না দিয়েছিলেন। এটি দেখাচ্ছে যে, রাজ্যের শীর্ষ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব ও জবাবদিহিতার প্রশ্ন এখনও প্রাসঙ্গিক।
সুপ্রিম কোর্ট এই আবেদন বিবেচনা করবে এবং প্রয়োজনে স্বরাষ্ট্র মন্ত্রককে নির্দেশ দিতে পারে যাতে রাজীব কুমারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়। ED-এর এই পদক্ষেপ রাজনৈতিক ও প্রশাসনিক দিক থেকে বড় প্রতিধ্বনি সৃষ্টি করেছে, বিশেষ করে I-PAC ইস্যুর প্রেক্ষাপটে।
এই মামলাটি রাজ্যের প্রশাসনিক শৃঙ্খলা, পুলিশের দায়িত্ব ও কেন্দ্রীয় তদন্ত সংস্থার ক্ষমতার মধ্যে একটি গুরুত্বপূর্ণ দ্বন্দ্বের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
- Log in to post comments