T20 বিশ্বকাপের জন্য ঘোষিত ভারতীয় দল থেকে শুভমন গিলের নাম না থাকায় ক্রিকেট মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ক্রিকেট বিশেষজ্ঞদের মধ্যেও উঠেছে একাধিক প্রশ্ন।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ৩-১ ব্যবধানে জয় পাওয়ার পর দিল্লি বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। তবে গিলকে বাদ দেওয়া নিয়ে তিনি প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চাননি। উল্লেখযোগ্যভাবে, শনিবার মুম্বইয়ে অনুষ্ঠিত দল নির্বাচনের বৈঠকেও উপস্থিত ছিলেন না গম্ভীর।
অন্যদিকে, দল ঘোষণার পর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব এবং বিসিসিআই-এর প্রধান নির্বাচক অজিত আগারকর। আগারকর স্পষ্ট করে জানান, শুভমন গিলের প্রতিভা বা দক্ষতা নিয়ে নির্বাচকদের কোনো সংশয় নেই। তবে শেষ পর্যন্ত দলের ভারসাম্য ও কম্বিনেশনকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে।
আগারকর বলেন, শুভমনের সামর্থ্য নিয়ে প্রশ্ন নেই। সাম্প্রতিক সময়ে সে খুব বেশি রান না করলেও, তাতে নির্বাচকদের মূল্যায়নে কোনো পরিবর্তন আসেনি। দল নির্বাচনের সময় কিছু বাস্তব পরিস্থিতির কারণে সে সুযোগ পায়নি।
অধিনায়ক সূর্যকুমার যাদবও একই সুরে কথা বলেন। তিনি জানান, গিলের বাদ পড়া কোনোভাবেই তার ফর্মের সঙ্গে যুক্ত নয়। বরং টপ অর্ডারে একজন উইকেটরক্ষক ব্যাটসম্যান রাখার কৌশল থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূর্যকুমারের কথায়, শুভমন একজন অসাধারণ ক্রিকেটার এবং তার যোগ্যতা নিয়ে কোনো বিতর্ক নেই।
চলতি বছরে টি-টোয়েন্টি ফরম্যাটে খুব একটা ছাপ ফেলতে পারেননি শুভমন গিল। ১৫টি ম্যাচে তিনি ২৪-এর কিছু বেশি গড় ও প্রায় ১৩৭ স্ট্রাইক রেটে মোট ২৯১ রান করেছেন। একাধিক সূত্রের দাবি, আহমেদাবাদ টি-টোয়েন্টির আগেই গিলকে দল থেকে বাইরে রাখার সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গিয়েছিল।
এদিকে, ঘরের মাঠে অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো পারফরম্যান্সের আশায় রয়েছে টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জয় দলের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে।
সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), তিলক বর্মা, হার্দিক পাণ্ড্য, শিবম দুবে, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), রিঙ্কু সিং, জসপ্রীত বুমরা, হর্ষিত রানা, বীরদেব, বীরদেব চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর, ইশান কিষাণ (উইকেটকিপার)
- Log in to post comments