বড়দিনের আগেই র*ক্তা*ক্ত হা*মলা! জোহানেসবার্গে ব*ন্দু*কবাজের গু*লিতে মৃ*ত ১০ জন

বড়দিনের আগেই র*ক্তা*ক্ত হা*মলা! জোহানেসবার্গে ব*ন্দু*কবাজের গু*লিতে মৃ*ত ১০ জন

বড়দিনের ঠিক আগে ফের বিশ্বজুড়ে আতঙ্ক ছড়াল বন্দুকবাজের হামলা। অস্ট্রেলিয়ার সিডনি বিচের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ভয়াবহ গুলিচালনার ঘটনা সামনে এল দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে।

তবে এই হামলা শহরের ব্যস্ত মূল এলাকায় নয়, বরং জোহানেসবার্গের উপকণ্ঠে অবস্থিত একটি সরাইখানার কাছাকাছি অঞ্চলে ঘটে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এলোপাথাড়ি গুলিতে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে, পাশাপাশি আহত আরও প্রায় ১০ জন।

পুলিশ জানিয়েছে, হঠাৎ করেই এক ব্যক্তি রাস্তার পাশে থাকা পথচারীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। কী কারণে এই হামলা, তা এখনও স্পষ্ট নয়। নিহতদের পরিচয়ও এখনো শনাক্ত করা যায়নি। বড়দিনের আগে এমন রক্তক্ষয়ী ঘটনায় স্বাভাবিকভাবেই ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, ঘটনাস্থলটি মূলত একটি পুরনো সোনার খনি সংলগ্ন এলাকা, যেখানে বেকারসডাল অঞ্চলে দরিদ্র শ্রেণির মানুষের বসবাস বেশি। হামলার কাছাকাছি এলাকায় অবৈধভাবে মদ বিক্রির অভিযোগও রয়েছে। ফলে এটি পরিকল্পিত হামলা নাকি আকস্মিক ঘটনা, সেই দিকটিও খতিয়ে দেখছে তদন্তকারীরা।

আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা এলাকা ঘিরে তল্লাশি চালাচ্ছে পুলিশ এবং বন্দুকবাজকে ধরতে অভিযান চলছে।

উল্লেখযোগ্যভাবে, চলতি মাসেই দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলার আরেকটি বড় ঘটনা ঘটেছিল। ৬ ডিসেম্বর, রাজধানী প্রিটোরিয়ার কাছে একটি হোস্টেলে বন্দুকধারীদের হামলায় তিন বছরের এক শিশুসহ ১২ জনের মৃত্যু হয়। ফলে মাত্র কয়েক দিনের ব্যবধানে দেশে ফের দ্বিতীয় বড় গুলিচালনার ঘটনা ঘটল।

অন্যদিকে, ঠিক এক সপ্তাহ আগে ১৪ ডিসেম্বর, অস্ট্রেলিয়ার বন্ডি সৈকতে গুলিচালনার ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর মিলেছে। টানা এই ধরনের হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

Category