আগামী টি২০ বিশ্বকাপের জন্য অনেক আগেই শক্তিশালী স্কোয়াড ঘোষণা করল বিসিসিআই। প্রধান নির্বাচক অজিত আগারকার এবং টি২০ অধিনায়ক সূর্যকুমার যাদবের নেতৃত্বে নির্বাচক কমিটি চূড়ান্ত করেছে ১৫ সদস্যের ভারতীয় দল।
বিশ্বকাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে ভারত নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি সিরিজ খেলবে। সেই সিরিজেও এই দলই মাঠে নামতে পারে বলে সূত্রের খবর।
দলে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা, দীর্ঘদিন অফ-ফর্মে থাকা শুভমন গিল জায়গা হারিয়েছেন। অন্যদিকে সুযোগ পেয়েছেন ইশান কিষাণ, যিনি উইকেটকিপার-ব্যাটার হিসেবে দলে ফিরলেন।
সূর্যকুমার যাদব (অধিনায়ক)
অভিষেক শর্মা
সঞ্জু স্যামসন (উইকেটকিপার)
তিলক বর্মা
হার্দিক পাণ্ড্য
শিবম দুবে
অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক)
রিঙ্কু সিং
জসপ্রীত বুমরাহ
হর্ষিত রানা
বীরদেব
বীরদেব চক্রবর্তী
ওয়াশিংটন সুন্দর
ইশান কিষাণ (উইকেটকিপার)
ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে টি২০ বিশ্বকাপ আয়োজন করবে। টুর্নামেন্ট শুরু হবে ৭ ফেব্রুয়ারি, ফাইনাল অনুষ্ঠিত হবে ২০ মার্চ।
বর্তমান চ্যাম্পিয়ন ভারত রয়েছে গ্রুপ A-তে। একই গ্রুপে রয়েছে-
যুক্তরাষ্ট্র
নামিবিয়া
নেদারল্যান্ডস
পাকিস্তান
ভারত তাদের গ্রুপ ম্যাচ খেলবে চারটি আলাদা স্টেডিয়ামে-
অরুণ জেটলি স্টেডিয়াম, দিল্লি
ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাই
আর প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো
নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ
১১ জানুয়ারি: ১ম ওডিআই -ভাদোদরা
১৪ জানুয়ারি: ২য় ওডিআই -রাজকোট
১৮ জানুয়ারি: ৩য় ওডিআই
২১ জানুয়ারি: ১ম টি২০ -নাগপুর
২৩ জানুয়ারি: ২য় টি২০
২৫ জানুয়ারি: ৩য় টি২০
- Log in to post comments