মূলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, ব্যক্তিগতভাবে আঁকা ছবির প্রদর্শনী নিয়ে যে বিতর্ক হয়েছিল, তার কারণে তিনি আর নিজস্ব প্রদর্শনী করছেন না। বৃহস্পতিবার সল্টলেকে সেন্ট্রাল পার্কে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, তাঁর একমাত্র উপার্জন বই বিক্রির রয়্যালটি।
মুখ্যমন্ত্রী জানান, সাতবারের সাংসদ হিসেবে পেনশন পেতে পারতেন, কিন্তু তা নেননি। একইভাবে, মুখ্যমন্ত্রী হিসেবে বেতনও নেন না, যা সরকারের কাজে দেন। অথচ ছবি প্রদর্শনীর পরে সিবিআই তদন্ত চালানো হয়েছিল। মমতা বলেন, “তখন নিজেকে অপমানিত ও লাঞ্ছিত মনে হয়েছিল। ওই অর্থ আমি গ্রহণ করিনি, সরাসরি দাতব্য সংস্থা ও সরকারের কাজে দিয়েছি।”
তিনি আরও জানালেন, এখন ছবি আঁকা হলে তা সাধারণত বিদেশি অতিথিদের উপহার হিসেবে দেওয়া হয় অথবা সার্কিট হাউসের জন্য আঁকা হয়। মমতা বলেন, চিত্রশিল্পী শুভাপ্রসন্ন ও প্রয়াত সহকর্মী-মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের অনুপ্রেরণায় তিনি আঁকতে শুরু করেছিলেন। কখনও প্রশিক্ষণ নেননি, তবে চিরকুটে বা ক্যানভাসে আঁকা তার নিজস্ব ভাষা প্রকাশ করে।
সমালোচকদের কটাক্ষ প্রসঙ্গে তিনি বলেন, “গালাগালি মানে কিছু হচ্ছে। যারা ভালো বলতে পারছেন না, তাই কটাক্ষ করছেন। সেটাও গ্রহণ করি।”
- Log in to post comments