SIR বিতর্কে মতুয়াদের আশ্বাস শাহের-‘ভয় নেই, কেউ নাম কাটতে পারবে না’

SIR বিতর্কে মতুয়াদের আশ্বাস শাহের-‘ভয় নেই, কেউ নাম কাটতে পারবে না’

SIR (স্পেশাল ইন্টেনসিভ রিভিশন) ইস্যুতে মতুয়া সম্প্রদায়ের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার কলকাতায় সাংবাদিক বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি স্পষ্ট জানিয়ে দেন, মতুয়াদের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।

অমিত শাহ বলেন, যাঁরা শরণার্থী হিসেবে ভারতে আশ্রয় নিয়েছিলেন, তাঁরা সকলেই এখন ভারতীয় নাগরিক। তাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। তাঁর কথায়, “মতুয়াদের বাইরে বের করার ক্ষমতা কারও নেই এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রীরও নয়।”

এদিন অনুপ্রবেশ ইস্যুতেও রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর দাবি, বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে এমন কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে, যাতে অনুপ্রবেশ পুরোপুরি বন্ধ করা যায়। তিনি বলেন, শুধু মানুষ নয়, সীমান্ত দিয়ে একটি পাখিও ঢুকতে পারবে না। পাশাপাশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।

শাহ আরও অভিযোগ করেন, রাজ্য সরকারের সহযোগিতাতেই অনুপ্রবেশ বাড়ছে, যা শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশের নিরাপত্তার জন্য বিপজ্জনক। সীমান্তে ফেন্সিং প্রসঙ্গে তিনি জানান, একাধিকবার রাজ্য সরকারকে চিঠি দিলেও প্রয়োজনীয় জমি দেওয়া হয়নি। তাঁর বক্তব্য, ভৌগোলিক অবস্থানের কারণে পশ্চিমবঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ, অথচ সীমান্ত সুরক্ষায় যথাযথ উদ্যোগ দেখা যাচ্ছে না।

অসম, ত্রিপুরা, গুজরাত, রাজস্থান ও পাঞ্জাবের উদাহরণ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেখানে অনুপ্রবেশ নিয়ন্ত্রণে রয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে সমস্যা বাড়ছে। তাঁর মতে, এটি শুধু একটি রাজ্যের সমস্যা নয়, বরং দেশের নিরাপত্তা ও সংস্কৃতি রক্ষার লড়াই। তাই সীমান্ত সুরক্ষা আরও শক্ত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।

সব মিলিয়ে, SIR ও অনুপ্রবেশ ইস্যুকে কেন্দ্র করে রাজ্য-রাজনীতিতে উত্তাপ যে আরও বাড়তে চলেছে, তারই ইঙ্গিত দিল এই সাংবাদিক বৈঠক।

Category