এসআইআর (SIR) যাচাই প্রক্রিয়া শুরু হতেই একের পর এক অস্বাভাবিক তথ্য সামনে আসছে। পূর্ব বর্ধমানের মঙ্গলকোট ব্লকের শীতলগ্রাম এলাকায় ভোটার তালিকায় ধরা পড়েছে চরম বয়সের গরমিল, যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক মহলে।
ভোটার তালিকা অনুযায়ী, শীতলগ্রামের বাসিন্দা সরোজ মাঝির বয়স ৬৩ বছর, অথচ তাঁর ছেলে হিসেবে নথিভুক্ত লক্ষ্মী মাঝির বয়স ৫৯ এবং সাগর মাঝির বয়স ৫৮ বছর। অর্থাৎ মাত্র পাঁচ বছরের ব্যবধানে বাবা হওয়ার মতো অসম্ভব তথ্য উঠে এসেছে নির্বাচন কমিশনের নথিতে।
শীতলগ্রামের ১৭৫ নম্বর বুথে এসআইআর এনুমারেশন ফর্ম যাচাইয়ের সময় এই লজিক্যাল এরর নজরে আসে। তদন্তে জানা গেছে, লক্ষ্মী ও সাগর মাঝি প্রকৃতপক্ষে সরোজ মাঝির সন্তান নন। তাঁরা বাংলাদেশ থেকে এসে প্রায় দুই দশক আগে এলাকায় বসবাস শুরু করেন এবং ২০০৬ সালে ভোটার তালিকায় নাম তোলা হয় বলে অভিযোগ।
পরবর্তীতে পরিবারগুলির পক্ষ থেকে স্বীকার করা হয়েছে যে, সরোজ মাঝিকে ‘নকল বাবা’ দেখিয়ে ভোটার কার্ড, আধার ও অন্যান্য নথি তৈরি করা হয়েছিল। সরোজ মাঝিও জানিয়েছেন, অভিযুক্ত দু’জন তাঁর সন্তান নন এবং ভুল সংশোধনে তিনি সহযোগিতা করবেন।
প্রশাসন সূত্রে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের শুনানিতে ডাকা হবে এবং উপযুক্ত নথি দেখাতে ব্যর্থ হলে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনাকে কেন্দ্র করে ভোটার তালিকার নির্ভুলতা ও যাচাই ব্যবস্থার উপর নতুন করে প্রশ্ন উঠেছে। পাশাপাশি বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে, যেখানে একে অপরের উপর দায় চাপিয়েছে বিভিন্ন দল।
- Log in to post comments