মুসলিম তরুণীকে বিয়ে করাকে কেন্দ্র করে দীর্ঘদিনের পারিবারিক অশান্তির জেরে ভয়াবহ হত্যাকাণ্ডের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। উত্তরপ্রদেশের জৌনপুর জেলায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবকের নাম অম্বেশ। তিনি কলকাতার এক মুসলিম মহিলাকে বিয়ে করেন কোভিড পর্বে। তাঁদের সংসারে দুই সন্তান রয়েছে। তবে এই বিয়ে পরিবার মেনে নেয়নি বলে অভিযোগ। বিষয়টি নিয়ে অম্বেশের বাবা-মায়ের সঙ্গে নিয়মিত ঝামেলা চলত।
জানা যায়, গত ৮ ডিসেম্বর অম্বেশ তাঁর মা ববিতা (৬৩)-কে লোহার রড দিয়ে আঘাত করেন। সেই সময় বাবা শ্যাম বাহাদুর (৬৫) চিৎকার শুরু করলে তাঁকেও শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে পুলিশের দাবি।
হত্যার পর অভিযুক্ত যুবক বাড়ির বেসমেন্টে রাখা করাত দিয়ে দেহ দুটি টুকরো করেন। এরপর সেগুলি সিমেন্টের বস্তায় ভরে গাড়িতে করে নিয়ে গিয়ে গোমতী নদীতে ফেলে দেন। বাড়িতে রক্তের দাগ পরিষ্কার করারও চেষ্টা করা হয়।
দম্পতি নিখোঁজ হওয়ার পর তাঁদের মেয়ে বন্দনা পরিবারের সঙ্গে যোগাযোগ করতে না পেরে ১৩ ডিসেম্বর থানায় নিখোঁজ ডায়েরি করেন। তদন্তে নেমে পুলিশ অম্বেশের গতিবিধি নিয়ে সন্দেহ করে এবং ১৫ ডিসেম্বর তাঁকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, জেরার মুখে অম্বেশ নিজের অপরাধের কথা স্বীকার করেছে এবং হত্যার পুরো পরিকল্পনা ও ঘটনার বিবরণ দিয়েছে। তদন্তকারীরা আরও জানতে পেরেছেন, সম্প্রতি অম্বেশ কলকাতা থেকে জৌনপুরে ফিরে এসে বাবা-মায়ের সঙ্গে থাকতে শুরু করেছিলেন। সেই সময়েই পারিবারিক বিবাদ চরমে ওঠে।
ঘটনার তদন্ত চলছে এবং পুলিশ সব দিক খতিয়ে দেখছে।
- Log in to post comments