MGNREGA নাম পরিবর্তন বিল নিয়ে মুখ খুললেন মমতা: ‘আমি লজ্জিত’

MGNREGA নাম পরিবর্তন বিল নিয়ে মুখ খুললেন মমতা: ‘আমি লজ্জিত’

MGNREGA প্রকল্পের নাম পরিবর্তন নিয়ে এই প্রথম প্রকাশ্যে প্রতিক্রিয়া দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার এক দিনের বাণিজ্য সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, জাতির জনক মহাত্মা গান্ধীর নামে থাকা মনরেগা প্রকল্প থেকে তাঁর নাম সরিয়ে দেওয়া হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। তাঁর কথায়, “আমরা জানি কীভাবে মহাত্মা গান্ধী বা নেতাজির মতো মহান ব্যক্তিত্বদের সম্মান দিতে হয়। কিন্তু আজ দেশের জনকের নামই মুছে ফেলা হচ্ছে। এই দেশের নাগরিক হিসেবে আমি লজ্জিত।”

তিনি আরও জানান, পশ্চিমবঙ্গ রাজ্য নিজস্ব উদ্যোগে কর্মশ্রী প্রকল্প চালু করেছে, কিন্তু কেন্দ্রীয় সরকার মনরেগার অর্থ এখনও রাজ্যকে দিচ্ছে না। মুখ্যমন্ত্রী বলেন, “আমরা ভিক্ষা চাই না, আমাদের আত্মসম্মান আছে। রাজনৈতিক ঈর্ষা থেকেই আমাদের রাজ্যের বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে।”

উল্লেখ্য, শীতকালীন অধিবেশনে সংসদে ‘বিকশিত ভারত জি-রাম-জি (VB-G-RAM-G)’ বিল পাস হয়েছে। বিরোধীদের প্রবল আপত্তি ও বিক্ষোভ সত্ত্বেও বিলটি অনুমোদন পায়। বিরোধী দলগুলি এই পদক্ষেপকে সংবিধানের মৌলিক ভাবনার পরিপন্থী বলে দাবি করেছে।

১৭ ডিসেম্বর লোকসভায় বিলটি পেশ করা হয়। দীর্ঘ প্রায় ১৪ ঘণ্টা বিতর্কে ৯৮ জন সাংসদ অংশ নেন। আলোচনা চলে গভীর রাত পর্যন্ত। কংগ্রেসসহ বিরোধী দলগুলির আপত্তি ছিল, কেন মহাত্মা গান্ধীর নাম যুক্ত আইনটির নাম পরিবর্তন করা হল। আগে যে আইনটি পরিচিত ছিল মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন নামে, এখন সেটি নতুন নামেই কার্যকর হবে।

Category