পদ্মশ্রী পাচ্ছেন বিশ্বকাপজয়ী রোহিত-হরমনপ্রীত, ক্রীড়াক্ষেত্রের আর কারা সম্মানিত?

পদ্মশ্রী পাচ্ছেন বিশ্বকাপজয়ী রোহিত-হরমনপ্রীত

প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ২০২৬ সালের পদ্ম পুরস্কারপ্রাপকদের নাম ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এবার পদ্মশ্রী সম্মান পাচ্ছেন ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা এবং মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর।

এছাড়াও, ভারতীয় টেনিসের অন্যতম পথিকৃৎ বিজয় অমৃতরাজ পাচ্ছেন পদ্মভূষণ সম্মান। চলতি বছরে ক্রীড়াজগত থেকে তিনিই একমাত্র ব্যক্তি যাঁকে পদ্মভূষণে ভূষিত করা হয়েছে। এর আগে তিনি ১৯৮৩ সালে পদ্মশ্রী এবং ১৯৭৪ সালে অর্জুন পুরস্কার পেয়েছিলেন।

রোহিত ও হরমনপ্রীত ছাড়াও ক্রীড়াক্ষেত্রে পদ্মশ্রী সম্মান পাচ্ছেন-

প্রাক্তন ভারতীয় ফাস্ট বোলার প্রবীণ কুমার

  • ভারতীয় মহিলা হকি দলের গোলরক্ষক সাবিতা পুনিয়া
  • কোচ হিসেবে ভারতীয় মহিলা হকির পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বলদেব সিং
  • ক্রীড়াবিদ ভগবানদাস রাইকার
  • কে. পাঞ্জনিভেল

এছাড়া, প্রাক্তন কুস্তি কোচ ভ্লাদিমির মেস্তভিরিশভিলি-কে মরণোত্তর পদ্মশ্রী সম্মান দেওয়া হয়েছে।

বিজয় অমৃতরাজ আন্তর্জাতিক টেনিসে ভারতের পরিচিত মুখ। তিনি উইম্বলডন ও ইউএস ওপেনে একাধিকবার কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিলেন এবং দীর্ঘদিন ধরে ভারতীয় টেনিসের বিশ্বমঞ্চে পথপ্রদর্শক হিসেবে কাজ করেছেন।

অন্যদিকে, রোহিত শর্মা ২০২৫ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেও একদিনের ক্রিকেটে এখনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাঁর নেতৃত্বেই ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় শিরোপা জয় করেছে।

কেন্দ্রীয় সরকারের ঘোষণায় জানানো হয়েছে, ২০২৬ সালে মোট ১৩১টি পদ্ম পুরস্কার প্রদান করা হবে। এর মধ্যে রয়েছে-

  • ৫টি পদ্মবিভূষণ
  • ১৩টি পদ্মভূষণ
  • ১১৩টি পদ্মশ্রী

এই তালিকায় ক্রীড়া ছাড়াও শিল্প, সাহিত্য, সিনেমা, সমাজসেবা ও জনকল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত বহু বিশিষ্ট ব্যক্তিত্বের নাম রয়েছে।

ক্রীড়াক্ষেত্রে পদ্ম পুরস্কারপ্রাপক (২০২৬):

  • বিজয় অমৃতরাজ - পদ্মভূষণ
  • রোহিত শর্মা - পদ্মশ্রী
  • হরমনপ্রীত কৌর - পদ্মশ্রী
  • প্রবীণ কুমার - পদ্মশ্রী
  • সাবিতা পুনিয়া - পদ্মশ্রী
  • বলদেব সিং - পদ্মশ্রী
  • ভগবানদাস রাইকার - পদ্মশ্রী
  • কে. পাঞ্জনিভেল - পদ্মশ্রী
Category