নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতায় আসছেন ভারতের উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। উপরাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণের পর এই প্রথম পশ্চিমবঙ্গ সফরে আসছেন তিনি।
জানা গিয়েছে, আগামী ২৩ জানুয়ারি, শুক্রবার নেতাজিজয়ন্তী উপলক্ষে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের। বিকেল প্রায় ৪টে নাগাদ তাঁর অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, গত বছর ১২ সেপ্টেম্বর ভারতের ৫০তম উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নেন সিপি রাধাকৃষ্ণন। দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর প্রথম পশ্চিমবঙ্গ সফর হতে চলেছে, যা রাজনৈতিক ও প্রশাসনিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
নেতাজিজয়ন্তী উপলক্ষে কলকাতায় আয়োজিত এই অনুষ্ঠানে শহরের বিশিষ্ট ব্যক্তিত্ব ও প্রশাসনিক আধিকারিকদের উপস্থিত থাকার সম্ভাবনাও রয়েছে।
- Log in to post comments