I-PAC সংক্রান্ত তদন্তে কি নতুন মোড় আসতে চলেছে? এমনই জল্পনা তৈরি হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) ডিরেক্টর রাহুল নবীনের কলকাতা সফরকে কেন্দ্র করে। ইডি সূত্রে জানা যাচ্ছে, বৃহস্পতিবার রাজ্যে আসছেন তিনি। সফরকালে তদন্তের অগ্রগতি ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক হতে পারে।
সূত্রের খবর, গত ৮ জানুয়ারি I-PAC–এর কলকাতা অফিসে তল্লাশিতে যাওয়া ইডি আধিকারিকদের সঙ্গে আলাদা করে বৈঠকে বসতে পারেন রাহুল নবীন। ওই অভিযানের সময় তদন্তকারী আধিকারিকদের কাজে প্রশাসনিক স্তর থেকে বাধা দেওয়া হয়েছিল এমন অভিযোগ উঠে এসেছে। সেই পরিস্থিতিতে কীভাবে ভবিষ্যতে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে এবং আইনি ও প্রশাসনিক চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল কী হবে, তা নিয়েই মূলত আলোচনা হতে পারে।
উল্লেখযোগ্যভাবে, আগামী ৩ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে I-PAC সংক্রান্ত মামলার শুনানি রয়েছে। তার ঠিক আগেই ইডি ডিরেক্টরের এই সফরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজনৈতিক ও প্রশাসনিক মহল। সূত্র অনুযায়ী, সফরকালে তিনি রাজ্যপালের সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন। পাশাপাশি রাহুল নবীনের সঙ্গে কলকাতায় আসছেন ইডির আরও তিনজন আইনি পরামর্শদাতা, যা তদন্তের আইনি দিক আরও মজবুত করার ইঙ্গিত দিচ্ছে।
এছাড়াও জানা যাচ্ছে, রাজ্যে কর্মরত ইডি আধিকারিকদের সঙ্গে একাধিক বৈঠক করতে পারেন ইডি ডিরেক্টর। এমনকি তদন্ত সংক্রান্ত সমন্বয় বাড়াতে সিবিআই-এর সঙ্গেও আলোচনা হতে পারে বলে ইডি সূত্রে খবর।
প্রসঙ্গত, সম্প্রতি তৃণমূল কংগ্রেস ও রাজ্য সরকারের সঙ্গে যুক্ত পরামর্শদাতা সংস্থা I-PAC–এর কলকাতার অফিস এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির অভিযান ঘিরে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়। সেই অভিযানের পর রাজ্য সরকার ও কেন্দ্রীয় সংস্থার মধ্যে টানাপড়েনের আবহ আরও স্পষ্ট হয়েছে। ওই দিন যেসব আধিকারিক তল্লাশিতে অংশ নিয়েছিলেন, তাঁদের সঙ্গেও রাহুল নবীন বিস্তারিতভাবে কথা বলবেন বলে জানা যাচ্ছে।
সব মিলিয়ে, ইডি ডিরেক্টরের এই সফর I-PAC তদন্তে নতুন গতি আনবে কি না, সেদিকেই এখন নজর রাজ্য ও জাতীয় রাজনীতির।
- Log in to post comments