ইরানে ক্রমেই ভয়াবহ আকার নিচ্ছে অস্থির পরিস্থিতি। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলি খামেনেইয়ের বিরুদ্ধে চলা বিক্ষোভ ও সংঘর্ষে এখনও পর্যন্ত প্রায় ২,৫০০ মানুষের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন সূত্রে খবর। কার্যত গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হওয়ায় উদ্বিগ্ন ভারত সরকার।
এই পরিস্থিতিতে তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস ইরানে থাকা সমস্ত ভারতীয় নাগরিককে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। ছাত্রছাত্রী, পুণ্যার্থী, ব্যবসায়ী কিংবা পর্যটক সকলকেই যত দ্রুত সম্ভব নিরাপদ উপায়ে দেশ ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে।
দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের পরিস্থিতি প্রতিদিনই আরও জটিল হয়ে উঠছে। বিক্ষোভ দমনে কড়া অবস্থান নিয়েছে প্রশাসন, যার জেরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ বাড়ছে। এমন অবস্থায় ভারতীয় নাগরিকদের নিরাপত্তাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার।
দেশ ছাড়তে ইচ্ছুক হলেও একসঙ্গে সকলের ফেরা সম্ভব নাও হতে পারে। সেই কারণেই দূতাবাস একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে। জানানো হয়েছে, যেখানে বিক্ষোভ বা সংঘর্ষ চলছে, সেই সব এলাকা এড়িয়ে চলতে হবে। পাশাপাশি পাসপোর্ট, ভিসা, ট্রাভেল ও অন্যান্য পরিচয়পত্র সবসময় হাতের কাছে প্রস্তুত রাখতে বলা হয়েছে।
ভারতীয় নাগরিকদের নিজেদের নাম দূতাবাসে নথিভুক্ত করার পরামর্শও দেওয়া হয়েছে। জরুরি পরিস্থিতিতে সহায়তার জন্য হেল্পলাইন নম্বর ও ইমেল সাপোর্ট চালু রাখা হয়েছে বলে জানানো হয়েছে।
দূতাবাসের নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, “ইরানে অবস্থানরত সকল ভারতীয় নাগরিকদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। প্রয়োজনে দ্রুত সহায়তার জন্য দূতাবাসের সঙ্গে যোগাযোগ করুন।”
বিশেষজ্ঞদের মতে, ইরানের রাজনৈতিক পরিস্থিতি আপাতত স্থিতিশীল হওয়ার সম্ভাবনা কম। সেই কারণেই ভারতীয়দের বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
- Log in to post comments