POK-তে লস্করের শীর্ষ নেতার তৎপরতা, নতুন জঙ্গি রিক্রুটের আশঙ্কায় সতর্ক ভারত

POK-তে লস্করের শীর্ষ নেতার তৎপরতা, নতুন জঙ্গি রিক্রুটের আশঙ্কায় সতর্ক ভারত

পাক অধিকৃত কাশ্মীরে (POK) লস্কর-ই-তৈবার এক শীর্ষ কমান্ডারের সক্রিয় উপস্থিতি ঘিরে বাড়ছে উদ্বেগ। গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী, লস্করের প্রভাবশালী নেতা নসর জাভেদ সম্প্রতি POK-এর একাধিক সীমান্তবর্তী এলাকায় সফর করেছেন। মূলত স্থানীয় যুবকদের জঙ্গি সংগঠনে টানার উদ্দেশ্যেই এই সফর বলে মনে করা হচ্ছে।

সূত্রের দাবি, খুব শিগগিরই পাক অধিকৃত কাশ্মীরে লস্করের একাধিক প্রশিক্ষণ শিবির চালু হতে পারে। সেই ক্যাম্পগুলিতে যাতে বেশি সংখ্যায় যুবকদের যুক্ত করা যায়, তার প্রস্তুতিতেই নসর জাভেদের এই সফর। উল্লেখযোগ্য বিষয় হলো, নসর জাভেদ অতীতে ২০০৪ থেকে ২০১৫ সাল পর্যন্ত লস্করের দুলাই ট্রেনিং ক্যাম্পের দায়িত্বে ছিলেন এবং সংগঠনের ভিতরে তিনি অত্যন্ত প্রভাবশালী হিসেবে পরিচিত।

গোয়েন্দা তথ্য অনুযায়ী, গত প্রায় ১০ দিনে নসর জাভেদ মীরপুর, কোটলি এবং পুঁঞ্চ-সহ একাধিক এলাকায় ঘুরেছেন। এই সফরে তাঁর সঙ্গে ছিল লস্করের POK ইউনিটের সদস্যরা। জানা যাচ্ছে, তিনি চারটির বেশি প্রকাশ্য সমাবেশে অংশ নিয়েছেন এবং অন্তত ১০টি রুদ্ধদ্বার বৈঠক করেছেন।

শুধু তাই নয়, ২০২৫ সালে নসর জাভেদ এবং তার ঘনিষ্ঠ সহযোগী আব্দুল রউফ সিন্ধু উপত্যকা এলাকায় ৫০টিরও বেশি সভা ও সমাবেশে অংশ নিয়েছিল বলে গোয়েন্দা রিপোর্টে উল্লেখ রয়েছে। একাধিক গোপন বৈঠকের মাধ্যমেও সংগঠনের ভিত মজবুত করার চেষ্টা চালানো হয়েছে বলে দাবি।

এই সব তৎপরতা থেকে গোয়েন্দাদের ধারণা, পাক অধিকৃত কাশ্মীরে প্রভাব বাড়াতে এবং নতুন হামলার ছক কষতেই লস্কর নতুন করে সংগঠন সাজাচ্ছে। ফলে নসর জাভেদের গতিবিধির উপর কড়া নজরদারি শুরু করেছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলি। নতুন কোনও জঙ্গি হামলার পরিকল্পনা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, পহেলগাঁও হামলার পর থেকেই ভারত-পাক সম্পর্ক তলানিতে। প্রকাশ্যে কিছুটা নীরব থাকলেও, আড়ালে পাকিস্তান এবং সন্ত্রাসী সংগঠনগুলি নতুন কৌশল নিচ্ছে কি না, তা নিয়ে উদ্বেগ বাড়ছে। লস্করের শীর্ষ কমান্ডারের এই POK সফর সেই আশঙ্কাকেই আরও জোরালো করেছে।

Category