আজ থেকে উর্ধ্বমুখী পারদ, শীতের কামব্যাক কবে? জেনে নিন কলকাতা–বাংলার আবহাওয়ার আপডেট

শীতের কামব্যাক কবে?

বছরের শুরুতেই কনকনে ঠান্ডায় কাঁপছে বাংলা। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১১.৬ ডিগ্রি সেলসিয়াসে যা চলতি মরশুমের অন্যতম সর্বনিম্ন। তবে এই হাড় কাঁপানো শীতের অনুভূতি আর বেশিদিন থাকছে না বলেই ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিস জানাচ্ছে, আজ ও আগামীকাল তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এরপর প্রায় তিন দিন তাপমাত্রা একই জায়গায় স্থির থাকবে পারদে বড় কোনও ওঠানামা নেই।

তবে শীতপ্রেমীদের জন্য স্বস্তির খবর, আগামী মঙ্গলবার থেকে ফের ঠান্ডার দাপট বাড়তে পারে। সেই সময় আবারও সর্বনিম্ন তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। তাই এখনই লেপ-কম্বল গুছিয়ে ফেলার ভুল না করাই ভালো।

এদিকে শীতের সঙ্গী কুয়াশার দাপটও বজায় থাকবে। আজ থেকে মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের চার জেলায় ঘন কুয়াশার আশঙ্কা রয়েছে। এই কারণে দার্জিলিং, কোচবিহার ও উত্তর দিনাজপুরে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। রবিবার ও সোমবারও এই জেলাগুলিতে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা।

দক্ষিণবঙ্গেও কুয়াশার প্রভাব কম নয়। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বর্ধমান, পুরুলিয়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, নদিয়া ও বীরভূম প্রায় গোটা দক্ষিণবঙ্গেই সকালের দিকে কুয়াশা দেখা যেতে পারে। ফলে যাতায়াতে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা।

তাপমাত্রার দিক থেকে দক্ষিণবঙ্গে পারদ কিছুটা বাড়লেও উত্তরবঙ্গে উল্টো চিত্র। সেখানে ২-৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। তবে বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা আপাতত নেই।

বৃষ্টির প্রসঙ্গে হাওয়া অফিস জানাচ্ছে, আজ দার্জিলিংয়ে বৃষ্টি এবং বরফ পড়ার সম্ভাবনা রয়েছে। আগামীকালও দার্জিলিংয়ের পাশাপাশি কালিম্পং, জলপাইগুড়ি-সহ উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে। তবে সোমবার থেকে আবহাওয়া মূলত শুষ্কই থাকবে বলে পূর্বাভাস।

Category