পরিযায়ী শ্রমিক ইস্যুতে মোদীর সঙ্গে হঠাৎ সাক্ষাৎ অধীরের-কারণ নিজেই জানালেন কংগ্রেস নেতা

পরিযায়ী শ্রমিক ইস্যুতে মোদীর সঙ্গে হঠাৎ সাক্ষাৎ অধীরের-কারণ নিজেই জানালেন কংগ্রেস নেতা

দেশের বিভিন্ন রাজ্যে কর্মরত বাংলার পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। বুধবার সকালে প্রধানমন্ত্রীকে সময় চেয়ে দেখা করেন তিনি এবং এই সংক্রান্ত একটি চিঠিও জমা দেন।

সাক্ষাতের পর সাংবাদিকদের সামনে অধীর জানান, সারা দেশে কাজ করতে যাওয়া বাংলার শ্রমিকদের অনেক জায়গায় হেনস্থা ও সহিংসতার শিকার হতে হচ্ছে। তাঁর অভিযোগ, কিছু রাজ্যে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে, যা গভীরভাবে চিন্তার বিষয়।

অধীররঞ্জন চৌধুরী বিশেষভাবে ওড়িশার একটি ঘটনার কথা তুলে ধরেন। তাঁর দাবি, সম্প্রতি মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিক জুয়েল শেখকে ওড়িশার সম্বলপুরে মারধর করে খুন করা হয়েছে। এই ঘটনার প্রসঙ্গ তিনি সরাসরি প্রধানমন্ত্রীর সামনে এনেছেন বলেও জানান।

কংগ্রেস নেতার কথায়, তিনি শুধু মৌখিকভাবে বিষয়টি জানাননি, লিখিতভাবেও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। চিঠিতে বিজেপিশাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর যেভাবে হামলা ও নিগ্রহের অভিযোগ উঠছে, তা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপও দাবি করা হয়েছে।

অধীরের দাবি, প্রধানমন্ত্রী তাঁর কথা শুনে আশ্বাস দিয়েছেন এবং জানিয়েছেন, এমন ঘটনা হওয়া উচিত নয়। বিষয়টি তিনি দেখবেন বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

তবে এই বৈঠক নিয়ে এখনও পর্যন্ত প্রধানমন্ত্রীর দফতরের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে তৃণমূল, কংগ্রেস ও সিপিআইএম সব বিরোধী দলই অভিযোগ করছে, বিজেপিশাসিত রাজ্যগুলিতে বাঙালি পরিযায়ী শ্রমিকদের লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। তাঁদের বাংলাদেশি বলে সন্দেহ করে আক্রমণ করা হচ্ছে বলেও অভিযোগ। এই আবহেই প্রধানমন্ত্রীর সঙ্গে অধীররঞ্জন চৌধুরীর সাক্ষাৎ রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Category