পদ্ম পুরস্কার প্রদান নিয়েও কি নির্বাচনী হিসাব করছে বিজেপি সরকার এই প্রশ্ন তুলেছে কংগ্রেস। দলের নেতা প্রবীণ চক্রবর্তীর অভিযোগ, মোদী সরকার পদ্ম পুরস্কারকে ধীরে ধীরে একটি রাজনৈতিক কৌশলের অংশে পরিণত করছে। তাঁর দাবি, শুধু এ বছর নয়, বারবারই আসন্ন নির্বাচনকে সামনে রেখে পুরস্কার বাছাই করা হচ্ছে।
এক্স (পূর্বতন টুইটার)-এ পোস্ট করে প্রবীণ চক্রবর্তী জানান, চলতি বছরে পদ্ম পুরস্কারপ্রাপ্তদের প্রায় ৩৭ শতাংশই এমন রাজ্য থেকে এসেছেন, যেখানে খুব শিগগিরই নির্বাচন হওয়ার কথা। অথচ দেশের মোট জনসংখ্যার নিরিখে এই রাজ্যগুলির অংশীদারিত্ব মাত্র ১৮ শতাংশ।
তাঁর দেওয়া তথ্যমতে, এ বছর মোট ১২৫ জন পদ্ম পুরস্কার পেয়েছেন। যেসব রাজ্যে নির্বাচন আসন্ন যেমন অসম, কেরল, পুদুচ্চেরি, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ সেখান থেকেই উল্লেখযোগ্য সংখ্যক পুরস্কারপ্রাপকের নাম উঠে এসেছে।
এই ইস্যুতে কেন্দ্র সরকারকে আক্রমণ করতে পিছিয়ে যাননি কংগ্রেস সাংসদ কার্তি চিদাম্বরামও। তিনি কটাক্ষ করে বলেন, “যদি ‘এক দেশ এক নির্বাচন’ ব্যবস্থা চালু থাকত, তাহলে সরকারকে পদ্ম পুরস্কার বাছাইয়ে এত সহজ পথে হাঁটতে হতো না। এখন শুধু নির্বাচনী রাজ্যগুলিতেই নজর দিলেই কাজ সারা যায়।”
উল্লেখযোগ্যভাবে, পশ্চিমবঙ্গে আগামী এপ্রিল মাসে নির্বাচন হতে পারে বলে রাজনৈতিক মহলে জল্পনা চলছে। চলতি বছরে বাংলা থেকে মোট ১১ জন পদ্ম পুরস্কার পেয়েছেন, তবে সকলেই পদ্মশ্রী সম্মানে ভূষিত। এবার রাজ্য থেকে কেউই পদ্মভূষণ বা পদ্মবিভূষণ পাননি।
এ বছর বাংলার যাঁরা পদ্মশ্রী পেয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অশোক কুমার হালদার, গম্ভীর সিং ইয়োনজোন, হরি মাধব মুখোপাধ্যায়, জ্যোতিষ দেবনাথ, কুমার বোস, মহেন্দ্র নাথ রায়, রবিলাল টুডু, সরোজ মণ্ডল, তরুণ ভট্টাচার্য এবং তৃপ্তি মুখোপাধ্যায়।
- Log in to post comments