শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসামের গুয়াহাটিতে লোকপ্রিয় গোপীনাথ বরদোলোই আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল ভবনের উদ্বোধন করলেন। প্রায় ৪,০০০ কোটি টাকা ব্যয়ে তৈরি এই টার্মিনালটিকে দেশের প্রথম ‘Nature Themed' বিমানবন্দর টার্মিনাল হিসেবে বিবেচনা করা হচ্ছে।
উদ্বোধনের পর প্রধানমন্ত্রী নতুন টার্মিনাল ঘুরে দেখেন এবং যাত্রী পরিষেবা ও পরিকাঠামো সম্পর্কে আধিকারিকদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন। একইসঙ্গে বিমানবন্দর চত্বরে আসামের প্রথম মুখ্যমন্ত্রী লোকপ্রিয় গোপীনাথ বরদোলোইয়ের ৮০ ফুট উচ্চতার মূর্তি ও উন্মোচন করেন তিনি।
নতুন টার্মিনালটির বার্ষিক যাত্রী ধারণক্ষমতা ১ কোটি ৩০ লক্ষেরও বেশি, যার ফলে এটি উত্তর-পূর্ব ভারতের সবচেয়ে বড় বিমানবন্দর টার্মিনাল হিসেবে আত্মপ্রকাশ করল। সরকারি সূত্র জানাচ্ছে, পুরো প্রকল্পে মোট বিনিয়োগ হয়েছে প্রায় ৫,০০০ কোটি টাকা। এর মধ্যে প্রায় ১,০০০ কোটি টাকা ভবিষ্যতের রক্ষণাবেক্ষণ ও মেরামত সংক্রান্ত ব্যবস্থার জন্য বরাদ্দ রাখা হয়েছে।
কর্তৃপক্ষের মতে, এই প্রকল্পের মাধ্যমে গুয়াহাটিকে উত্তর-পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ বিমান চলাচল কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি, ভবিষ্যতে এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে সংযোগের একটি প্রধান গেটওয়ে হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
নতুন টার্মিনালটি নির্মাণ করেছে আদানি এয়ারপোর্ট হোল্ডিংস লিমিটেড। এর নকশায় বাঁশ, অর্কিডসহ বিভিন্ন প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হয়েছে, যা আসামের সংস্কৃতি, প্রকৃতি ও ঐতিহ্যের প্রতিফলন ঘটায়।
প্রকল্পটি বাস্তবায়নের ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আধিকারিকরা। এর আগে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিমানবন্দরের সংযোগ সড়ক সম্প্রসারণের জন্য ১১৬.২ কোটি টাকা অনুমোদন করেছিলেন।
উল্লেখ্য, উদ্বোধনের একদিন আগে প্রধানমন্ত্রী মোদী সমাজমাধ্যমে নতুন টার্মিনালের ঝলক শেয়ার করে এটিকে আসামের পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ বলে উল্লেখ করেন। তাঁর কথায়, এই টার্মিনাল বাণিজ্য ও পর্যটনের প্রসার ঘটানোর পাশাপাশি মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে সহায়ক হবে।
- Log in to post comments