নতুন বছরে মূল্যবৃদ্ধির ধাক্কা: আজ থেকে LPG সিলিন্ডার ১১১ টাকা মহার্ঘ, কলকাতায় কত পড়ল দাম?

নতুন বছরে মূল্যবৃদ্ধির ধাক্কা: আজ থেকে LPG সিলিন্ডার ১১১ টাকা মহার্ঘ, কলকাতায় কত পড়ল দাম?

নতুন বছর শুরু হতেই সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ। ২০২৬ সালের প্রথম দিন থেকেই বেড়ে গেল এলপিজি সিলিন্ডারের দাম। তেল বিপণন সংস্থাগুলি ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামে এক ধাক্কায় ১১১ টাকা বৃদ্ধি করেছে। তবে স্বস্তির বিষয়, ১৪ কেজির গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন করা হয়নি।

১ জানুয়ারি, ২০২৬ থেকে নতুন দাম কার্যকর হয়েছে সারা দেশে। কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ১৬৮৪ টাকা থেকে বেড়ে হয়েছে ১৭৯৫ টাকা। দিল্লিতে এই সিলিন্ডারের নতুন দাম ১৬৯১.৫০ টাকা, মুম্বইতে ১৬৪২.৫০ টাকা এবং চেন্নাইতে ১৮৪৯.৫০ টাকা।

উল্লেখযোগ্যভাবে, গত ২৮ মাসের মধ্যে এটিই বাণিজ্যিক এলপিজির দামে সবচেয়ে বড় বৃদ্ধি। এর আগে ২০২৫ সালের ডিসেম্বর ও নভেম্বর মাসে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কিছুটা কমানো হয়েছিল। কিন্তু নতুন বছরের শুরুতেই সেই স্বস্তি উধাও।

অন্যদিকে, গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দাম এপ্রিল ২০২৫ থেকে অপরিবর্তিত। বর্তমানে ১৪ কেজির গ্যাস সিলিন্ডারের দাম -

1. দিল্লি: ৮৫৩ টাকা
2. কলকাতা: ৮৭৯ টাকা
3. মুম্বই: ৮৫২ টাকা
4. চেন্নাই: ৮৬৮ টাকা

বিশেষজ্ঞদের মতে, বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ার প্রভাব হোটেল, রেস্তরাঁ ও ছোট ব্যবসায় পড়তে পারে, যার পরোক্ষ চাপ গিয়ে পড়বে সাধারণ মানুষের পকেটেই। নতুন বছরের শুরুতেই এই মূল্যবৃদ্ধি মুদ্রাস্ফীতির চাপ আরও বাড়াবে বলেই আশঙ্কা।

Category