জম্মু ও কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা বাহিনীর সতর্কতায় ফের এক সন্দেহজনক অনুপ্রবেশের ঘটনা সামনে এসেছে। আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি এলাকায় ঘোরাফেরা করতে দেখা যাওয়ায় এক বাংলাদেশি যুবককে আটক করেছে সীমান্ত সুরক্ষা বাহিনী (BSF)। পরে সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তাকে জম্মু পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
ঘটনাটি ঘটে কানাচক থানা এলাকার অন্তর্গত গাজানসু সীমান্ত পুলিশ পোস্টের কাছে। বিএসএফ সূত্রে জানা গেছে, সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করার পরই জওয়ানরা দ্রুত ব্যবস্থা নিয়ে ওই যুবককে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছে কোনও বৈধ ভারতীয় পরিচয়পত্র বা ভ্রমণ সংক্রান্ত নথি পাওয়া যায়নি।
ধৃত যুবকের নাম শরিফুল ইসলাম ভূঁইয়া (১৯)। সে বাংলাদেশের কুমিল্লা জেলার বাসিন্দা। নিরাপত্তা ও পুলিশ সূত্রে জানানো হয়েছে, কীভাবে সে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করল, তার ভারতে প্রবেশের উদ্দেশ্য কী এবং এর পেছনে কোনও সংঘবদ্ধ চক্র বা নেটওয়ার্ক রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় সব দিক খতিয়ে দেখা হচ্ছে। যুবকটি আগে কখনও ভারতে এসেছিল কি না, বা কোনও নিষিদ্ধ সংগঠনের সঙ্গে তার যোগাযোগ আছে কি না, তাও তদন্তের আওতায় রয়েছে।
সাম্প্রতিক সময়ে জম্মু সেক্টরে সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। বিএসএফ ও পুলিশের যৌথ টহল এবং নজরদারি বাড়ানো হয়েছে যাতে যেকোনও অনুপ্রবেশ বা সন্দেহজনক তৎপরতা আগেভাগেই রুখে দেওয়া যায়। তদন্ত শেষ হলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
- Log in to post comments