আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে বাংলা ও অসমকে একসূত্রে বাঁধতে বড় উদ্যোগ নিল কেন্দ্র। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন চলতে চলেছে গুয়াহাটি ও কলকাতার মধ্যে। বৃহস্পতিবার এই ঘোষণা করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব শীঘ্রই এই অত্যাধুনিক স্লিপার বন্দে ভারত ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। ইতিমধ্যেই নির্ধারিত রুটে সফলভাবে ট্রায়াল সম্পন্ন হয়েছে।
রেলমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, এই ট্রেনে যাত্রীদের জন্য বিশেষভাবে রাখা হচ্ছে আঞ্চলিক খাবারের ব্যবস্থা। কলকাতা থেকে ছাড়া ট্রেনে পরিবেশন করা হবে বাঙালি খাবার, আর গুয়াহাটি থেকে ছাড়া ট্রেনে মিলবে অসমের ঐতিহ্যবাহী খাদ্য। যাত্রাপথে যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও সাংস্কৃতিক স্বাদ দুটোকেই গুরুত্ব দেওয়া হয়েছে।
এটি হবে দেশের প্রথম বন্দে ভারত ট্রেন, যেখানে স্লিপার কোচের সুবিধা থাকবে। ১৬ কোচের এই ট্রেনটি মূলত ১,০০০ থেকে ১,৫০০ কিলোমিটার দীর্ঘ দূরত্বের যাত্রার কথা মাথায় রেখে তৈরি। আধুনিক স্লিপার বার্থ, স্বয়ংক্রিয় দরজা, উন্নত মানের টয়লেটসহ একাধিক অত্যাধুনিক যাত্রী সুবিধা এতে থাকছে।
ভাড়ার ক্ষেত্রেও রেলমন্ত্রী প্রাথমিক ধারণা দিয়েছেন। খাবারসহ থার্ড এসি স্লিপারের ভাড়া হতে পারে প্রায় ২,৩০০ টাকা, সেকেন্ড এসির জন্য প্রায় ৩,০০০ টাকা এবং ফার্স্ট এসির ভাড়া প্রায় ৩,৬০০ টাকা।
নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠকে অশ্বিনী বৈষ্ণব জানান, আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যেই প্রধানমন্ত্রী এই ট্রেনের উদ্বোধন করতে পারেন। এই নতুন রেল পরিষেবার মাধ্যমে শুধু যাতায়াতের সুবিধাই বাড়বে না, বরং বাংলা ও অসমের মধ্যে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক যোগাযোগ আরও মজবুত হবে বলে মনে করছে রেল মন্ত্রক।
দেশে এই প্রথম স্লিপার বন্দে ভারত চালুর মাধ্যমে রেল পরিষেবায় এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে, আর তার সূচনালগ্নে একসঙ্গে জুড়ে যাচ্ছে বাংলা ও অসম।
- Log in to post comments