প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে আসতে পারেন উরসুলা ভন ডের লেইন, কে তিনি?

প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে আসতে পারেন উরসুলা ভন ডের লেইন, কে তিনি?

আগামী বছরের ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকতে পারেন বলে কূটনৈতিক সূত্রে ইঙ্গিত মিলেছে। সম্ভাব্য অতিথিদের তালিকায় রয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইন এবং ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কস্তা। ২৬ জানুয়ারির অনুষ্ঠানে তাঁদের সঙ্গে আরও কয়েকজন ইইউ নেতার অংশগ্রহণের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

একই সময়ে নয়াদিল্লিতে ভারত-ইউরোপীয় ইউনিয়ন শীর্ষ সম্মেলন আয়োজনের পরিকল্পনাও রয়েছে। এই বৈঠককে ভারত ও ইইউর সম্পর্ক আরও মজবুত করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।

এই সম্মেলনের অন্যতম প্রধান আলোচ্য বিষয় হতে চলেছে বহুদিন ধরে ঝুলে থাকা ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি (FTA)। বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল আগেই জানিয়েছেন, এই চুক্তি নিয়ে আলোচনা একাধিক অধ্যায়ে এগোচ্ছে এবং বিষয়গুলি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।

তিনি স্পষ্ট করে বলেন, কোনও নির্দিষ্ট সময়সীমার চাপে পড়ে চুক্তি চূড়ান্ত করা হবে না। তাঁর কথায়, উভয় পক্ষই পারস্পরিক মতপার্থক্য কমিয়ে আনার চেষ্টা করছে এবং সরাসরি ও অনলাইন-দু’ধরনের বৈঠকের মাধ্যমেই আলোচনা চালানো হচ্ছে।

এখনও পর্যন্ত ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে এফটিএ নিয়ে মোট ১৪ দফা আলোচনা সম্পন্ন হয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ৩ থেকে ৯ ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল নয়াদিল্লি সফর করে।

সফরের শেষ দিকে, ৮ ও ৯ ডিসেম্বর কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এবং ইইউ-র বাণিজ্য ও অর্থনৈতিক নিরাপত্তা বিষয়ক কমিশনার মারোস সেফকোভিচ-এর মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক হয়। তার আগের দিন, ৭ ডিসেম্বর বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল এবং ইউরোপীয় কমিশনের বাণিজ্য মহাপরিচালকের মধ্যেও আলোচনা হয়।

এই ধারাবাহিক বৈঠকগুলিকে এফটিএ আলোচনার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অগ্রগতি বলেই মনে করা হচ্ছে।

সব মিলিয়ে, প্রজাতন্ত্র দিবসে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতাদের সম্ভাব্য উপস্থিতি এবং একই সময়ে ভারত-ইইউ শীর্ষ সম্মেলনের আয়োজন-এই দুই ঘটনা মিলিয়ে দু’পক্ষের সম্পর্ক এক নতুন পর্যায়ে পৌঁছতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের। বিশেষ করে মুক্ত বাণিজ্য চুক্তি বাস্তবায়িত হলে, তা ভারত ও ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতাকে আরও গভীর করবে।

Category