‘ইউরোপ সঠিক পথে নেই’-দাভোসে কড়া ভাষায় বার্তা ডোনাল্ড ট্রাম্পের

‘ইউরোপ সঠিক পথে নেই’-দাভোসে কড়া ভাষায় বার্তা ডোনাল্ড ট্রাম্পের

সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (WEF) মঞ্চ থেকে সরাসরি ভাষণে ফের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির পক্ষে জোরালো সওয়াল করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইউরোপের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনাও করেন তিনি।

ভাষণে ট্রাম্প বলেন, তিনি ইউরোপকে ভালোবাসেন, কিন্তু বর্তমান সময়ে মহাদেশটি সঠিক পথে এগোচ্ছে না। তাঁর মতে, ইউরোপের অনেক এলাকা এখন আর আগের মতো চেনা যায় না। বিশেষ করে অভিবাসন নীতিকে কেন্দ্র করে ইউরোপের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট।

অভিবাসন প্রসঙ্গে ট্রাম্পের মন্তব্য, ইউরোপে ব্যাপক হারে অভিবাসন ঘটছে, কিন্তু এর দীর্ঘমেয়াদি প্রভাব সম্পর্কে সংশ্লিষ্ট দেশগুলি এখনও পুরোপুরি সচেতন নয়। তিনি দাবি করেন, অতীতে তিনি একাধিক দেশকে একই পথে এগিয়ে গিয়ে সংকটের মুখে পড়তে দেখেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিলে বিশ্ব ভবিষ্যতের বিপদ এড়াতে পারে। ইউরোপীয় ইউনিয়নের উদ্দেশে ট্রাম্প বলেন, তাদের উচিত তাঁর সরকারের নীতির দিকে নজর দেওয়া এবং সেখান থেকে শিক্ষা নেওয়া।

আমেরিকার অর্থনীতি নিয়েও আত্মবিশ্বাসী সুরে কথা বলেন ট্রাম্প। তিনি দাবি করেন, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে দেশে মুদ্রাস্ফীতি ধারাবাহিকভাবে কমেছে। পাশাপাশি মার্কিন শেয়ার বাজার পৌঁছেছে সর্বকালের সর্বোচ্চ স্তরে। তাঁর বক্তব্য অনুযায়ী, তাঁর শাসনকালে আমেরিকায় বিনিয়োগের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৮ ট্রিলিয়ন ডলার। ট্রাম্পের দাবি, আমেরিকা এখন বিশ্বের অর্থনৈতিক নেতৃত্বের কেন্দ্রে পরিণত হয়েছে।

দাভোসের মঞ্চ থেকে দেওয়া এই বক্তব্য ঘিরে আন্তর্জাতিক মহলে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। ইউরোপ-আমেরিকা সম্পর্ক, অভিবাসন নীতি এবং বৈশ্বিক অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে ট্রাম্পের মন্তব্য নতুন করে বিতর্ক উসকে দিয়েছে বলে মনে করছেন কূটনৈতিক ও অর্থনৈতিক বিশেষজ্ঞরা।

Category