ভ্যাঙ্কুভার থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রা শুরুর আগেই চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ, ককপিট ক্রুদের একজনের আচরণ ও শারীরিক অবস্থান নিয়ে সন্দেহ প্রকাশ করে কানাডার বিমানবন্দর কর্তৃপক্ষ। এরপরই নিরাপত্তা বিধি মেনে ওই পাইলটকে বিমানে ওঠার আগেই নামিয়ে দেওয়া হয়। ফলে নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে রওনা দেয় ফ্লাইটটি।
ঘটনাটি ঘটে ২৩ ডিসেম্বর ২০২৫-এ, Air India-র ভ্যাঙ্কুভার-দিল্লি রুটের ফ্লাইট AI186-এ। বিমানবন্দরের কর্মীদের দাবি, সংশ্লিষ্ট পাইলটের মুখে অস্বাভাবিক গন্ধ এবং আচরণ লক্ষ্য করা যায়। বিষয়টি সঙ্গে সঙ্গে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষকে জানানো হয়।
সংস্থার তরফে জানানো হয়েছে, যাত্রা শুরুর আগেই ওই ককপিট ক্রু মেম্বারের ফিটনেস নিয়ে প্রশ্ন ওঠে। নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাঁকে ফ্লাইট থেকে সরিয়ে দেওয়া হয় এবং সমস্ত সেফটি প্রোটোকল মেনে বিকল্প পাইলট দিয়ে বিমান চালানো হয়। এর ফলেই ফ্লাইট ছাড়তে কিছুটা দেরি হয়।
এয়ার ইন্ডিয়া এই ঘটনার সত্যতা স্বীকার করে যাত্রীদের কাছে দুঃখপ্রকাশ করেছে। পাশাপাশি জানানো হয়েছে, তদন্ত চলাকালীন সংশ্লিষ্ট পাইলটকে ডিউটি থেকে বিরত রাখা হবে। সংস্থার মুখপাত্র স্পষ্ট করেছেন, তদন্তে নিয়মভঙ্গের প্রমাণ মিললে কোম্পানির নীতিমালা অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এয়ারলাইন্সের তরফে আরও জানানো হয়েছে, যাত্রীদের নিরাপত্তাই তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার-এই বিষয়ে কোনওরকম আপোস করা হবে না।
- Log in to post comments