পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও সরব হয়েছেন, যখন বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর ওড়িশায় ঘটে যাওয়া হামলার ঘটনা সামনে এসেছে। তিনি এক্স (X/Twitter)-এ লিখেছেন, “পরিযায়ী বাংলাভাষী পরিবারের পাশে আছি। নির্মম অত্যাচার ও নিগ্রহের তীব্র নিন্দা জানাচ্ছি। প্রতিটি বিজেপি-শাসিত রাজ্যে বাংলাভাষী মানুষের উপর নেমে আসা এই অত্যাচার আমরা কখনো মেনে নেব না। আমরা নিগৃহীত পরিবারগুলির পাশে আছি এবং সমস্তরকম সহায়তা প্রদান করব। অর্থনৈতিক ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।”
মুখ্যমন্ত্রী আরও জানান, সম্প্রতি জঙ্গিপুর এলাকার কিছু পরিযায়ী শ্রমিককে বিজেপি-শাসিত ওড়িশায় নানা অত্যাচারের শিকার হতে হয়েছে। বিশেষ করে ২৪ ডিসেম্বর সুবলপুরে জুয়েল রানার নামের এক তরুণ শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে, যা মর্মান্তিক ঘটনা হিসেবে উল্লেখযোগ্য। এর ফলে মুর্শিদাবাদের শ্রমিকরা আতঙ্কিত হয়ে বাড়ি ফিরছেন।
মমতা আরও জানান, পশ্চিমবঙ্গ পুলিশ ইতিমধ্যেই সুতি থানায় জিরো এফআইআর রুজু করেছে এবং ঘটনার সঙ্গে যুক্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি, রাজ্য পুলিশ টিম ওড়িশায় পাঠানো হয়েছে তদন্তের জন্য। তিনি স্পষ্ট করেছেন, “বাংলা ভাষা বলা কোনো অপরাধ নয়। নিগ্রহকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে এবং নিগৃহীতদের জন্য সহায়তা প্রদান অব্যাহত থাকবে।”
- Log in to post comments