ফরিদাবাদের এক ঘটনার শিকড়ে ৪ বছরের এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে, যিনি ১ থেকে ৫০ পর্যন্ত সংখ্যা লিখতে পারছিলেন না। বাবার রোষের শিকার হয়ে শিশুটিকে এলোপাথাড়ি মারধর করা হয়। পুলিশ জানায়, অভিযুক্ত কৃষ্ণ জয়সওয়ালকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, কৃষ্ণ মূলত উত্তরপ্রদেশের সোনভদ্র জেলার বাসিন্দা। তিনি স্ত্রী ও শিশুকন্যাকে নিয়ে ফরিদাবাদের একটি ভাড়ার বাসায় থাকতেন। পরিবারে দু’জনেই বেসরকারি সংস্থায় কাজ করতেন, তাই শিশুটির দেখাশোনা ও পড়াশোনা পালা করে করতেন।
ঘটনা ২১ জানুয়ারি ঘটে। শিশুটিকে অঙ্ক শেখানোর সময় তিনি ১ থেকে ৫০ পর্যন্ত সংখ্যা লিখতে বলেছিলেন। শিশুটি কিছুটা লিখতে পারলেও পুরো সংখ্যাগুলি লিখতে পারছিল না। এটি দেখে কৃষ্ণ রেগে যান এবং শিশুটিকে এলোপাথাড়ি মারতে শুরু করেন। পুলিশ জানায়, মারধরের ফলে শিশুটি মারা যায়। সন্ধ্যায় বাড়ি ফেরার পর শিশুটির মা শিশুটির নিথর দেহ দেখতে পান। পরে পুলিশ এসে দেহ উদ্ধার করে এবং কৃষ্ণকে গ্রেফতার করে।
পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে, মারধরের কারণে শিশুটির মৃত্যু হয়েছে। এই ঘটনায় সমাজে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।
- Log in to post comments