মোদীর পরেই এবার মমতার সিঙ্গুর সফর, শুভেন্দুর কটাক্ষ

মোদীর পরেই এবার মমতার সিঙ্গুর সফর, শুভেন্দুর কটাক্ষ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার মাত্র কিছু দিন পরেই হুগলির সিঙ্গুর আবার রাজনীতির আলোচনার কেন্দ্রে এসেছে। চলতি মাসে সেখানে সভা করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্প ও বিনিয়োগ সম্পর্কিত তাঁর বার্তাই এখন রাজ্যের রাজনৈতিক বিশ্লেষকদের নজরের কেন্দ্রবিন্দু।

গত রবিবার সিঙ্গুরে মোদীর সভার আগে বিজেপির স্থানীয় নেতৃত্ব শিল্প সংক্রান্ত ঘোষণা দেওয়ার ইঙ্গিত দিয়েছিল, কিন্তু প্রধানমন্ত্রীর ভাষণে শিল্প বিষয়ে বিশেষ কিছু উল্লেখ হয়নি। এই পরিস্থিতিতে বিজেপি টাটাকে সিঙ্গুরে ফিরিয়ে আনার পরিকল্পনা করছেন বলে দাবি করলেও, মমতার কৌশল ও বার্তাই এখন রাজনৈতিক দিকনির্দেশের বিষয়।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার মমতার অতীতের সিঙ্গুর সফরকে উল্লেখ করে কটাক্ষ করেছেন। তিনি বলেন, “আগেও সর্ষের বীজ ছড়িয়েছিলেন, অনেক কিছু করার চেষ্টা করেছিলেন, কিন্তু বাস্তবায়নে কিছু হয়নি।” তাঁর দাবি, ক্ষমতায় এলে বিজেপিই সিঙ্গুরে শিল্প বিনিয়োগ আনবে।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই রাজ্য মন্ত্রিসভা সিঙ্গুরে প্রায় ৫০০ কোটি টাকার বিনিয়োগকে অনুমোদন দিয়েছে। ১১.৩৫ একর জমি একটি শিল্প প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে এবং প্রাথমিক কাজও শুরু হয়েছে। পাশাপাশি, মুখ্যমন্ত্রী সম্ভবত সেদিন বাংলার আবাস যোজনার কিস্তি উপভোক্তাদের হাতে তুলে দেবেন। খবর অনুযায়ী, মমতার সফর আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ২০১৬ সালে মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে গিয়ে সর্ষের বীজ ছড়িয়েছিলেন। ওই সময়ের ঘটনা রাজ্য রাজনীতিতে সর্ষের বীজের মতো প্রতীকী ভূমিকা পালন করেছিল। কৃষকের জমি অধিগ্রহণের বিরুদ্ধে আন্দোলন থেকে মুখ্যমন্ত্রীর রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল, এবং ক্ষমতায় এসে তিনি সেই জমি ফিরিয়ে দেওয়ার মাধ্যমে অবস্থান স্পষ্ট করেছিলেন। এখন ১৫ বছর পর আবারও সেই সিঙ্গুরে সভা, যা রাজনীতির নতুন সমীকরণ তৈরি করছে।

Category