মোদীর সভায় অনুপস্থিত দিলীপ ঘোষ, উঠছে প্রশ্ন!

মোদীর সভায় অনুপস্থিত দিলীপ ঘোষ

পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে দু’দিনের সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মালদা ও সিঙ্গুরে জনসভা করার পাশাপাশি একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। তবে এই গুরুত্বপূর্ণ কর্মসূচিতেও দেখা যাচ্ছে না বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে।

দলে সাম্প্রতিক সময়ে ফের সক্রিয় হলেও প্রধানমন্ত্রীর কোনও সভাতেই আমন্ত্রণ পাননি দিলীপ ঘোষ। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। শনিবার নিউটাউনে প্রাতঃভ্রমণের সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন,
“সব নেতাকে সব জায়গায় যেতে হয় না। কে কোন কর্মসূচিতে থাকবেন, তা দলই ঠিক করে। যাকে যেখানে দায়িত্ব দেওয়া হয়, সে সেখানেই যায়।”

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী বাংলায় আসছেন উন্নয়নমূলক কাজের উদ্বোধনের পাশাপাশি রাজ্যের মানুষকে বার্তা দিতে। বিজেপি যে সাধারণ মানুষের পাশে রয়েছে, সেই কথাই তুলে ধরতেই এই সভাগুলি করা হচ্ছে।

সিঙ্গুরের সভায় তিনি উপস্থিত থাকবেন কি না? এই প্রশ্নে দিলীপ ঘোষ বলেন, এখনো পর্যন্ত কোনও নির্দেশ পাননি। দলের তরফে যাঁদের বলা হবে, তাঁরাই সেখানে যাবেন।

উল্লেখ্য, সম্প্রতি অমিত শাহের সঙ্গে বৈঠকের পর থেকেই দিলীপ ঘোষ ফের দলের কর্মসূচিতে সক্রিয় হন। দীর্ঘদিন পর তাঁর স্পষ্ট ও আক্রমণাত্মক মন্তব্যে রাজনৈতিক মহলে আলোচনার ঝড় ওঠে। যদিও তিনি নিজেকে দলের একজন সাধারণ কর্মী বলেই দাবি করছেন, তবুও অনুগামীদের একাংশ আশা করেছিলেন প্রধানমন্ত্রীর সভায় তাঁকে দেখা যাবে।

কিন্তু এবারও আমন্ত্রণ না পাওয়ায় হতাশ দিলীপ অনুগামীরা। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে দলের ভেতরে তাঁর ভূমিকা কি এখনও পুরোপুরি স্পষ্ট নয়?

Category