সিঙ্গুরের টাটারা মাঠে বিজেপির সভা থেকে তৃণমূল সরকারকে একাধিক ইস্যুতে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার হুগলির মাটিতে সরকারি কর্মসূচির পাশাপাশি দলীয় জনসভায় যোগ দিয়ে তিনি রাজ্যের আইনশৃঙ্খলা, বিনিয়োগ, নারী নিরাপত্তা ও অনুপ্রবেশ নিয়ে কড়া বার্তা দেন।
ভাষণে প্রধানমন্ত্রী বাংলার ঐতিহ্য ও ইতিহাসের প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন, দেশজুড়ে ‘বন্দেমাতরম’-এর ১৫০ বছর পূর্তি পালিত হচ্ছে এবং হুগলির সঙ্গে এই গানটির বিশেষ যোগ রয়েছে। কথিত রয়েছে, এখানেই ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দেমাতরমকে পূর্ণ রূপ দেন। এই মাটিতে দাঁড়িয়ে সেই ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানানো তাঁর কাছে গর্বের।
মোদী তাঁর বক্তব্যে নেতাজি সুভাষচন্দ্র বসু, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম উল্লেখ করেন এবং বাংলাভাষা ও সংস্কৃতির গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি নারী নিরাপত্তা, শিক্ষক নিয়োগ দুর্নীতি ও সন্দেশখালির মতো ঘটনার প্রসঙ্গ টেনে রাজ্য সরকারকে কাঠগড়ায় তোলেন। তিনি বলেন, সাধারণ মানুষের এক একটি ভোটই এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রুখতে পারে।
প্রধানমন্ত্রীর দাবি, রাজ্যে প্রকৃত উন্নয়ন ও বিনিয়োগ আসতে গেলে আগে আইনশৃঙ্খলা ঠিক করা জরুরি। তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গে সিন্ডিকেট ও মাফিয়াদের প্রশ্রয় দেওয়া হচ্ছে, যার ফলে ব্যবসা-বাণিজ্য বাধার মুখে পড়ছে। বিজেপি ক্ষমতায় এলে এই সিন্ডিকেট সংস্কৃতি ও মাফিয়াবাদের অবসান ঘটানো হবে বলেও তিনি জানান।
অনুপ্রবেশ প্রসঙ্গে তৃণমূলকে নিশানা করে মোদী বলেন, রাজ্য সরকার দেশের নিরাপত্তার সঙ্গে আপস করছে। তাঁর অভিযোগ, অনুপ্রবেশকারীদের সুবিধা দিয়ে তাদের ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করা হচ্ছে। ভুয়ো নথির মাধ্যমে যারা দেশে ঢুকেছে, আইন মেনে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে বলেও তিনি স্পষ্ট করেন।
মোদীর বক্তব্য, বাংলার যুব সমাজকে সতর্ক থাকতে হবে এবং পরিবর্তনের জন্য এগিয়ে আসতে হবে। তাঁর দাবি, বিজেপিই পারে রাজ্যে নিরাপত্তা, উন্নয়ন ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে।
- Log in to post comments