শিলিগুড়ির ১৭ একর জমিতে তৈরি হতে যাচ্ছে মহাকাল মন্দির। রাজ্যে ভোটের কয়েক মাস বাকি, সেই আগে মমতা বন্দ্যোপাধ্যায় মহাকাল মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত হন। মন্দির নির্মাণ ও শিলান্যাসকে কেন্দ্র করে রাজনৈতিক আলোচনার উত্তাপ লক্ষ্য করা যাচ্ছে।
লাইভ আপডেটের প্রধান মুহূর্তগুলো:
- বিকেল ৪.৩৫: ‘হর হর মহাদেব’ ধ্বনিতে শিলান্যাস সম্পন্ন করেন মুখ্যমন্ত্রী।
- বিকেল ৪.৩৪: অ্যাথলিট স্বপ্না বর্মনকে সংবর্ধনা প্রদান করেন মমতা।
- বিকেল ৪.৩৩: মহিলাদের শঙ্খধ্বনি দেওয়ার জন্য অনুরোধ করেন মুখ্যমন্ত্রী।
- বিকেল ৪.৩২: মমতা বলেন, “পঞ্জিকা অনুযায়ী সময় নিয়ে এসেছি এবং অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।”
- বিকেল ৪.৩১: তিনি আরও বলেন, “অত্যাচার করবেন না। আমরা যতদিন বাঁচব, ভালো কাজ করে বাঁচব।”
- বিকেল ৪.২৯: উত্তরবঙ্গকে আরও ৬টি ভলভো বাস উপহার দিলেন মমতা, যা কলকাতার সঙ্গে উত্তরবঙ্গকে যুক্ত করবে।
- বিকেল ৪.২৫: মমতা বলেন, “এক আঙুলে মুঠো তৈরি হয় না, পাঁচটি আঙুল এক হলে সম্ভব। ধর্মকে এমনভাবে মানা উচিত যা সর্বধর্ম সমর্থন করে।”
- বিকেল ৪.২৩: তিনি উল্লেখ করেন, খ্রিস্টান উৎসবেও কলকাতাকে সুন্দরভাবে সাজানো হয়েছে।
- বিকেল ৪.২০: কালীঘাট ও দক্ষিণেশ্বর মন্দিরে সংস্কার ও উন্নয়ন সম্পন্ন হয়েছে; ভগিনী নিবেদিতার বাড়ি মিশনের হাতে হস্তান্তর করা হয়েছে। ঝাড়গ্রামের কনকদুর্গা, তারকেশ্বর, তারাপীঠ, কঙ্কালীতলা, মাহেশসহ অন্যান্য মন্দিরও সংস্কার করা হয়েছে।
- বিকেল ৪.১৮: “বাংলাকে শীর্ষে নিয়ে যাব এবং সেটা করবই,” মন্তব্য মমতার।
- বিকেল ৪.১৭: মন্দিরে ভারতের ১২টি জ্যোতির্লিং প্রতিরূপ স্থাপন হবে; দুটি প্রবেশপথ এবং চার কোণে চার দেবতা থাকবেন।
- বিকেল ৪.১৫: সাংস্কৃতিক হল, কনভেনশন সেন্টার এবং বারোটি অভিষেক লিঙ্গ মন্দির থাকবে।
- বিকেল ৪.১২: মমতা বলেন, “বিশ্বের অন্যতম বৃহৎ শিবমন্দির হবে এটি। ১৭.৪১ একর জমির উপরে নির্মাণ করা হচ্ছে। এক লক্ষ দর্শনার্থী একসাথে দেখতে পারবেন। মন্দিরের মূল ভগবান মূর্তি ২১৬ ফুট উচ্চতা বিশিষ্ট, যার ব্রোঞ্জের মূল মূর্তি ১০৮ ফুট।”
- বিকেল ৪.১১: মন্দির নির্মাণের জন্য ট্রাস্ট গঠন করা হয়েছে।
- বিকেল ৪.১০: অনুষ্ঠানে বক্তৃতা শুরু করেন মুখ্যমন্ত্রী।
- দুপুর ৩.২৬: মাটিগাড়ায় অনুষ্ঠানস্থলে পৌঁছান মুখ্যমন্ত্রী।
Category
- Log in to post comments