সপ্তাহের প্রথম দিনেই শেয়ারবাজারে চাপে পড়ল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার। সোমবার সকাল থেকেই এই স্টকে বিক্রির চাপ দেখা যায় এবং দিনের শুরুতেই প্রায় ৪ শতাংশ পর্যন্ত নেমে যায় দাম। স্বাভাবিকভাবেই দেশের বৃহত্তম সংস্থার শেয়ারে এমন পতনের প্রভাব সামগ্রিক বাজারেও পড়ে।
বেলা ১১টা ৪১ মিনিট নাগাদ বিএসই সেনসেক্সে রিলায়েন্সের শেয়ারের দাম প্রায় ৪.৪ শতাংশ কমে দাঁড়ায় ১৫০৮.৯০ টাকায়। দিনের মধ্যেই এক সময় এই শেয়ার নেমে আসে প্রায় ১৪৯৬ টাকার কাছাকাছি। ফলে স্বল্পমেয়াদি বিনিয়োগকারীদের একাংশকে লোকসানের মুখে পড়তে হয়।
তবে এদিন রিলায়েন্সের শেয়ারে লেনদেনের পরিমাণ ছিল তুলনামূলকভাবে অনেক বেশি। বাজার বিশেষজ্ঞদের মতে, এর অর্থ হলো এই স্টকে জোরালো প্রফিট বুকিং চলছে। সামগ্রিক বাজারে সংশোধনের আবহে সেনসেক্স ও নিফটি দু’টিই এদিন নিম্নমুখী ছিল। সেই কারণেই অনেক বিনিয়োগকারী লাভ তুলে নিয়ে ঝুঁকি কমানোর পথে হাঁটছেন বলে মনে করা হচ্ছে।
বিশেষজ্ঞদের আরও বক্তব্য, গত কয়েক সপ্তাহে রিলায়েন্সের শেয়ারে ভালো র্যালি দেখা গিয়েছিল এবং দাম কয়েক মাসের সর্বোচ্চ স্তরে পৌঁছেছিল। কিন্তু বর্তমানে আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা ও অস্থিরতার কারণে বিনিয়োগকারীরা নতুন করে ঝুঁকি নিতে চাইছেন না। সেই কারণেই লাভ ঘরে তোলার প্রবণতা বেড়েছে।
এর পাশাপাশি সাম্প্রতিক একটি বাজার-গুজবও শেয়ারের ওপর প্রভাব ফেলেছে বলে মত ওয়াকিবহাল মহলের। কিছুদিন আগে শোনা গিয়েছিল, রিলায়েন্সের জামনগর রিফাইনারিতে রাশিয়া থেকে তিনটি ট্যাঙ্কারে অপরিশোধিত তেল এসেছে, যার ফলে সংস্থার মুনাফা বাড়তে পারে বলে আশা করেছিলেন বিনিয়োগকারীরা।
তবে পরে সংস্থার পক্ষ থেকে এই খবর সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়। রিলায়েন্স জানায়, গত কয়েক সপ্তাহে রাশিয়া থেকে কোনও অপরিশোধিত তেলের কার্গো জামনগরে আসেনি এবং জানুয়ারি মাসেও এমন কোনও চালান আসার সম্ভাবনা নেই। এই গুজব খারিজ হওয়ার পর বাজারে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয় বলেই মনে করছেন অনেকে।
সব মিলিয়ে বাজারের সামগ্রিক দুর্বলতা, প্রফিট বুকিং এবং গুজব সংক্রান্ত বিভ্রান্তিই রিলায়েন্সের শেয়ারে এই আচমকা পতনের প্রধান কারণ বলে মনে করা হচ্ছে।
- Log in to post comments