কংগ্রেস নেত্রী ও রাজ্যসভার সাংসদ সনিয়া গান্ধীকে ফের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে সোমবার বিকেলে তাঁকে ভর্তি করা হয় বলে জানা গেছে। হাসপাতাল সূত্রে খবর, এটি মূলত একটি রুটিন মেডিক্যাল চেকআপের অংশ।
সংবাদসংস্থা সূত্র অনুযায়ী, আপাতত সনিয়া গান্ধীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন বলে জানানো হয়েছে। গত কয়েক দিন ধরে দীর্ঘদিনের একটি ক্রনিক কাশির সমস্যায় ভুগছিলেন তিনি। সেই কারণেই বাড়তি সতর্কতা হিসেবে হাসপাতালে রেখে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। একজন চেস্ট ফিজিশিয়ানের তত্ত্বাবধানে চলছে চিকিৎসা।
উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে ৭৯ বছরে পা রেখেছেন সনিয়া গান্ধী। বয়সজনিত নানা সমস্যার কারণে সাম্প্রতিক কয়েক বছরে একাধিকবার তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। কয়েক মাস আগে পেটের সমস্যার জন্য একই হাসপাতালে কয়েক দিন চিকিৎসাধীন ছিলেন তিনি।
এর আগেও গত ১৫ জুন তলপেটের সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল তাঁকে। এছাড়া ৭ জুন হিমাচল প্রদেশের সিমলা সফরে থাকাকালীন অসুস্থ হয়ে পড়লে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নিতে হয় কংগ্রেস নেত্রীকে।
বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর স্বাস্থ্যের দিকে নজর রাখা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
- Log in to post comments