বাংলাদেশের নতুন অবস্থান! BCI নয়, T-20 বিশ্বকাপ নিয়ে সরাসরি আইসিসির সঙ্গে আলোচনা

বাংলাদেশের নতুন অবস্থান!

টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে ভারত ও বাংলাদেশের মধ্যে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) স্পষ্ট জানিয়েছে, ভারতের মাটিতে খেলার বিষয়ে তারা আর ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর সঙ্গে কোনও আলোচনা করবে না। পরিবর্তে বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি-র হাতেই ছেড়ে দেওয়া হচ্ছে।

সম্প্রতি আইপিএল থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ঘিরে দুই দেশের ক্রিকেট সম্পর্ক আরও জটিল হয়ে ওঠে। এই ঘটনার পরই বিসিবি জানায়, বর্তমান পরিস্থিতিতে ভারতে জাতীয় দল পাঠানো নিরাপদ বলে তারা মনে করছে না। তাই ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের পরিবর্তে অন্য কোনও দেশে বিশেষ করে শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ আয়োজনের দাবি তোলা হয়েছে।

এ প্রসঙ্গে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম জানান, বোর্ডের অভ্যন্তরীণ আলোচনার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাংবাদিকদের তিনি বলেন, বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি বিচার করেই এই অবস্থান নেওয়া হয়েছে। পাশাপাশি বিসিবি ইতিমধ্যেই আইসিসিকে ই-মেলের মাধ্যমে তাদের মতামত জানিয়েছে এবং সংস্থার প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে।

আমিনুল ইসলাম আরও স্পষ্ট করেন, যেহেতু এটি একটি আইসিসি আয়োজিত প্রতিযোগিতা, তাই বিসিসিআইয়ের সঙ্গে সরাসরি আলোচনায় বসার কোনও প্রয়োজন তারা দেখছে না। পরবর্তী পদক্ষেপ পুরোপুরি আইসিসির সিদ্ধান্তের উপর নির্ভর করবে বলেও তিনি জানান।

উল্লেখযোগ্যভাবে, সাম্প্রতিক মাসগুলোতে ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েন ক্রিকেটের বাইরেও প্রভাব ফেলেছে। ২০২৪ সালের আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর দেশজুড়ে অস্থিরতা তৈরি হয়, যার প্রভাব ক্রীড়াক্ষেত্রেও পড়েছে বলে মনে করা হচ্ছে। এই প্রেক্ষাপটেই মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানা যায়।

বর্তমান সূচি অনুযায়ী, ২০২৬ সালের আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল গ্রুপ ‘সি’-তে রয়েছে। তাদের ম্যাচগুলির বেশিরভাগই নির্ধারিত রয়েছে কলকাতা ও মুম্বাইয়ে।

বাংলাদেশের নির্ধারিত গ্রুপ ম্যাচ সূচি (বর্তমান পরিকল্পনা অনুযায়ী):

* ৭ ফেব্রুয়ারি: বনাম ওয়েস্ট ইন্ডিজ, কলকাতা
* ৯ ফেব্রুয়ারি: বনাম ইতালি, কলকাতা
* ১৪ ফেব্রুয়ারি: বনাম ইংল্যান্ড, কলকাতা
* ১৭ ফেব্রুয়ারি: বনাম নেপাল, মুম্বাই

তবে বিসিবির নতুন অবস্থানের ফলে এই সূচিতে পরিবর্তন আসবে কি না, সে দিকেই এখন তাকিয়ে ক্রিকেট বিশ্ব।

Category