নিউজিল্যান্ড সিরিজে অনিশ্চিত ঋষভ পান্ত, সুযোগের অপেক্ষায় ঈশান কিষান-ফিরতে পারেন গিল-শ্রেয়স

নিউজিল্যান্ড সিরিজে অনিশ্চিত ঋষভ পান্ত, সুযোগের অপেক্ষায় ঈশান কিষান-ফিরতে পারেন গিল-শ্রেয়স

নতুন বছরের শুরুতেই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে ভারত। সিরিজ শুরু ১১ জানুয়ারি, শেষ ১৮ জানুয়ারি। এই সিরিজের জন্য খুব শীঘ্রই দল ঘোষণা করতে পারে বিসিসিআই। তবে দল নির্বাচনে বড় চমক হতে পারে ঋষভ পান্তের বাদ পড়া।

নির্বাচক মহলের ইঙ্গিত অনুযায়ী, এই মুহূর্তে পান্তকে একদিনের দলে ফেরানোর ব্যাপারে আগ্রহ দেখানো হচ্ছে না। ফলে তাঁর জায়গায় নতুন মুখ বা পুরনো বিকল্পদের দিকে তাকাচ্ছেন নির্বাচকরা। সম্ভাব্য তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছেন ঈশান কিষান। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে ফের জাতীয় দলে ফেরার দরজা খুলতে পারে তাঁর জন্য।

ঈশান শেষবার ভারতের হয়ে ওয়ানডে খেলেছিলেন ২০২৩ সালের অক্টোবরে। এরপর সুযোগ না পেলেও ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে নজর কেড়েছেন তিনি। ২০২৫ সালের সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সর্বোচ্চ রান সংগ্রহ করে ঝাড়খণ্ডকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। পাশাপাশি বিজয় হাজারে ট্রফিতেও দুর্দান্ত ফর্মে ছিলেন এই বাঁহাতি ব্যাটার। কর্ণাটকের বিরুদ্ধে মাত্র ৩৩ বলে সেঞ্চুরি করে নজির গড়েন তিনি।

ঈশান কিষানের পাশাপাশি উইকেটকিপার হিসেবে দলে জায়গা পাওয়ার দৌড়ে রয়েছেন জিতেশ শর্মাও। সীমিত ওভারের ক্রিকেটে তাঁর ফিনিশিং দক্ষতা নির্বাচকদের নজরে রয়েছে, যদিও এখনও ওয়ানডেতে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ পাননি তিনি।

অন্যদিকে, চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলতে না পারা শুভমন গিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে দলে ফিরতে পারেন। ঘাড়ের চোট কাটিয়ে উঠলে অধিনায়ক হিসেবেই তাঁকে দেখা যেতে পারে। সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ারের কামব্যাকও নির্ভর করছে মেডিক্যাল ক্লিয়ারেন্সের ওপর।

সব মিলিয়ে নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা ঘিরে একাধিক পরিবর্তন ও চমকের সম্ভাবনা থাকছে, যা ক্রিকেটপ্রেমীদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

Category

Related Articles