অরূপ বিশ্বাসের ক্রীড়ামন্ত্রীর দায়িত্বে আপাত বিরতি, দায়িত্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

অরূপ বিশ্বাসের ক্রীড়ামন্ত্রীর দায়িত্বে আপাত বিরতি, দায়িত্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

রাজ্যের ক্রীড়া দফতরের দায়িত্ব থেকে আপাতত সরে দাঁড়ালেন অরূপ বিশ্বাস। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর আবেদন মেনে নিয়ে তাঁকে ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন। তদন্ত চলাকালীন সময়ের জন্য ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের দায়িত্ব নিজেই সামলাবেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির উপস্থিতিকে কেন্দ্র করে তৈরি হওয়া বিশৃঙ্খলার পর দায় স্বীকার করে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন অরূপ বিশ্বাস। এ বিষয়ে মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে তিনি জানান, ঘটনার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতেই তিনি সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি চাইছেন।

চিঠিতে অরূপ বিশ্বাস স্পষ্টভাবে উল্লেখ করেন, গত ১৩ ডিসেম্বর যুবভারতীতে মেসির ‘গোট ট্যুর’ ইভেন্ট ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তার তদন্তের জন্য মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই একটি কমিটি গঠন করেছেন। সেই তদন্তে কোনও প্রভাব না ফেলতেই তিনি ক্রীড়ামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে চান।

প্রসঙ্গত, ওইদিন যুবভারতী স্টেডিয়ামে মেসির সঙ্গে উপস্থিত ছিলেন লুইস সুয়ারেজ ও রড্রিগো ডি পল। কিন্তু বহু দর্শক অভিযোগ করেন, টিকিট কেটে প্রবেশ করলেও তাঁরা মেসিকে দেখতে পাননি। মেসি মাঠ ছাড়ার পর উত্তেজিত দর্শকদের একাংশ গ্যালারি থেকে বোতল ছোড়ে, ব্যানার ছিঁড়ে ফেলে এবং ব্যারিকেড ভেঙে মাঠে নেমে আসে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় প্রশাসনকে।

এই ঘটনার পর ক্রীড়া দফতরের ব্যবস্থাপনা ও ক্রীড়ামন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। তারই প্রেক্ষিতে মঙ্গলবার মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়ে পদত্যাগের ইচ্ছা জানান অরূপ বিশ্বাস।

যদিও ক্রীড়া দফতর থেকে অব্যাহতি পেলেও রাজ্য মন্ত্রিসভায় তাঁর হাতে থাকা বিদ্যুৎ ও আবাসন দফতরের দায়িত্ব আগের মতোই বহাল থাকবে।

সূত্রের খবর, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের দায়িত্ব আর কাউকে দেওয়া হবে না। তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Category