অন্ধ্রপ্রদেশে এক ভয়ঙ্কর ঘটনার অভিযোগ উঠেছে, যেখানে একজন স্ত্রী তার স্বামীকে হত্যা করতে পরিকল্পিতভাবে ঘুমের ওষুধ মিশিয়ে বিরিয়ানি তৈরি করেছিলেন। ঘটনার পরে পুলিশ স্ত্রী ও তার প্রেমিককে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনা ঘটেছে ১৮ জানুয়ারির রাত। নিহত যুবকের নাম লোকম শিবনগরাজু। প্রতিবেশীরা জানিয়েছেন, কয়েক মাস ধরে লোকমের স্ত্রী লক্ষ্মী এক যুবক লক্কারাজুর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের মধ্যে ছিলেন। লোকম যখন এই সম্পর্কের বিষয় জানতে পারেন, তখন দু’জনের মধ্যে নিয়মিত বচসা হত।
পুলিশ জানিয়েছে, হত্যা পরিকল্পনা কয়েকদিন ধরে তৈরি করা হয়েছিল। লক্ষ্মী তার স্বামীর জন্য বিরিয়ানি রান্না করে তাতে ঘুমের ওষুধ মেশান। যুবক ওষুধ খেয়ে অচৈতন্য হলে প্রেমিক লক্কারাজু এসে শ্বাসরোধের মাধ্যমে হত্যা করেন। ময়নাতদন্তে দেখা গেছে, মৃতদেহের পাঁজর ভাঙা এবং গলায় শ্বাসরোধের চিহ্ন রয়েছে।
ঘটনায় সহায়তার অভিযোগে প্রেমিকের এক বন্ধু ও গ্রেফতার করা হয়েছে। পুলিশ ধৃতদের কাছ থেকে চারটি মোবাইল, তিনটি ঘুমের ওষুধের খালি পাতা, একটি লোহার রড, একটি মোটরসাইকেল এবং একটি চার চাকার গাড়ি বাজেয়াপ্ত করেছে। তিনজনকে আদালতে হাজির করে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।
- Log in to post comments