ঝাড়খণ্ডের গিরিডিতে আদিবাসী দুই কিশোরীকে সংঘবদ্ধভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। পুলিশ মঙ্গলবার এই ঘটনার কথা জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনা ঘটেছে রবিবার রাতে হরালডি থানার পির্টান্ড এলাকায়। গ্রামে একটি মেলা চলছিল, যা দেখতে ওই দুই কিশোরী গিয়েছিলেন। মেলা শেষে ফেরার পথে সন্ধ্যা গড়িয়ে রাত হওয়ায় তারা পথে ছিলেন। তখন পাঁচ-ছয়জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাদের পথ আটকায়।
নির্যাতিতারা জানিয়েছে, কিছু বুঝে ওঠার আগেই তাদের মুখ চেপে ধরেন সন্দেহভাজনরা। পরে তাদের কাছের একটি মাঠে নিয়ে গিয়ে সংঘবদ্ধভাবে নির্যাতন চালানো হয়। নির্যাতনের পর অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে।
দুই কিশোরী বাড়ি ফিরে তাদের অভিভাবককে ঘটনার কথা জানায়। খবর ছড়িয়ে পড়লে গ্রামে উত্তেজনা ছড়ায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই কিশোরীকে উদ্ধার করে মেডিক্যাল পরীক্ষা করানোর জন্য হাসপাতালে পাঠায় এবং তাদের বয়ান রেকর্ড করে।
হরালডি থানার ভারপ্রাপ্ত আধিকারিক দীপক কুমার জানিয়েছেন, কিশোরীদের বয়ানের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্তকরণের কাজ শুরু করা হয়েছে। এফআইআরও পরিবারের বয়ান অনুযায়ী দায়ের করা হয়েছে।
- Log in to post comments