বেহালার পর্ণশ্রীর একটি আবাসনে ৬৫ বছর বয়সী সঙ্গীতশিল্পী অনিতা ঘোষকে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সকালে তার ফ্ল্যাট থেকে রক্তাক্ত অবস্থায় দেহ উদ্ধার করা হয়। নিহত অনিতার স্বামী অরূপ ঘোষ ডিমেনশিয়ায় আক্রান্ত এবং শয্যাশায়ী ছিলেন।
প্রাথমিক তদন্তে পুলিশ অনুমান করছে, হত্যার পেছনে ডাকাতির উদ্দেশ্য থাকতে পারে। স্থানীয়রা জানিয়েছেন, অনিতা ও তার স্বামী ওই ফ্ল্যাটে একান্তভাবে থাকতেন। বাড়িতে নিয়মিত তিনজন কর্মচারী আসা-যাওয়া করতেন দুই আয়া এবং একজন রান্নার সহায়ক। পুলিশ ওই তিনজনকে আটক করেছে।
প্রাথমিকভাবে মৃতদেহে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আত্মীয়দের মতে, হত্যাকাণ্ডটি পরিকল্পিত ও পৈশাচিক। অনিতা বাড়িতেই সঙ্গীত শিক্ষা দিতেন এবং কোভিড পরবর্তী সময়ে অনলাইনে ক্লাস চালাতেন। তিনি দেশের পাশাপাশি বিদেশের অনেক ছাত্র-ছাত্রীকে গান শেখাতেন এবং বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।
পার্ণশ্রী থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতদেহের ময়নাতদন্ত করা হবে এবং হত্যার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে।
- Log in to post comments