রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমার ৩১ জানুয়ারি অবসর নিচ্ছেন। পরবর্তী ডিজি নিয়োগ নিয়ে তৈরি হয়েছে জটিল পরিস্থিতি। গত বছরের ৩০ অক্টোবর ‘এমপ্যানেলমেন্ট কমিটি’-র বৈঠক অনুষ্ঠিত হলেও প্রস্তাব জমা দিতে দেরি হওয়ায় কমিটির সদস্যদের মধ্যে মতবিভেদ দেখা দেয়। এরপর কমিশন বিষয়টি ভারতের অ্যাটর্নি জেনারেলের (AGI) কাছে পাঠায়। অ্যাটর্নি জেনারেল জানান, রাজ্য সরকারের দীর্ঘ বিলম্ব অত্যন্ত গুরুতর এবং এমন বিলম্ব ক্ষমা করার কোনও বিধান ইউপিএসসি-র নেই। এমন পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শও দেওয়া হয়।
এরপর রাজ্য সরকার ২১ জানুয়ারি ডিজি পদে ৮ জনের নামের তালিকা পাঠায়। এই তালিকায় রাজীব কুমারের নামও অন্তর্ভুক্ত রয়েছে, যদিও তিনি এখনও কোনো এক্সটেনশন পাননি। প্রশাসনিক মহলে ধারণা করা হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমোদন ছাড়া ইউপিএসসি এই তালিকাও গ্রহণ নাও করতে পারে।
ডিজি বা সমমানের কর্মকর্তার মেয়াদ বাড়াতে স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমোদন থাকা বাধ্যতামূলক। ২০২৩-এর ডিসেম্বরে ডিজি পদ থেকে অবসর নিয়েছিলেন মনোজ মালব্য। তখন সুপ্রিম কোর্টে প্রকাশ সিং মামলায় বলা হয়েছিল, অবসরের তিন মাস আগে রাজ্য সরকারকে নাম পাঠাতে হবে। কিন্তু রাজ্য তা না করে রাজীব কুমারকে ভারপ্রাপ্ত ডিজি করেছিল। এই কারণে পরবর্তী নিয়োগে জটিলতা তৈরি হয়েছে।
বর্তমান পরিস্থিতিতে রাজ্য সরকারের তালিকায় থাকা ৮ জনের মধ্যে কে পরবর্তী ডিজি হবেন, তা এখনও নিশ্চিত নয়। প্রশাসনিক মহলে বলা হচ্ছে, ইউপিএসসি স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমোদন ছাড়া তালিকা গ্রহণ করতে নাও পারে। ফলে পরবর্তী ডিজি নিয়োগ প্রক্রিয়া অনিশ্চিত এবং আগাম পরিকল্পনায় দেরি হতে পারে।
- Log in to post comments